নারী উদ্যোক্তাদের মাসিক মাস্টারক্লাস অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ২২ নভেম্বর ২০২০

নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ‘ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই)’ ৫ম মাস্টারক্লাস শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এবারের মাস্টারক্লাসের মূল বিষয় ছিল ‘রফতানি’।

রফতানি বিষয়ে বৈশ্বিক স্পিকার হিসেবে ভার্চুয়াল সেশনটিতে যুক্ত হন দ্য পার্সোনাল মার্কেটিং কোম্পানির প্রেসিডেন্ট এবং চিফ ইনোভেশন অফিসার কাইল ব্যাক। তিনি বিএইচ ইমপোর্টের সহ-প্রতিষ্ঠাতাও।

পরে বাংলায় সেশনটির মূল আলোচনা করেন উইয়ের অন্যতম অ্যাডভাইজার জাহানুর কবির সাকিব। প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটির ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম, এনডিসি।

প্রধান অতিথি বলেন, ‘উইয়ের এ ধরনের উদ্যোগ আমাকেও অনুপ্রাণিত করেছে। উইয়ের যেকোনো উদ্যোগের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে।’

বিশেষ অতিথি ছিলেন সিল্কক গ্লোবালের ফাউন্ডার অ্যান্ড সিইও সৌম্য বসু, সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রজেক্টের পলিসি অ্যাডভাইজর সামী আহমেদ ও উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমি অনেক আনন্দিত রফতানি বিষয়ক মাস্টারক্লাসটি নিয়ে। এ আয়োজন যদি নারী উদ্যোক্তাদের কাজে আসে, তবেই আমাদের স্বার্থকতা।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।