আজকের সাধারণ জ্ঞান : ০৯ নভেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘মানবদেহ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায়?
উত্তর : অগ্নাশয়ের।
২. প্রশ্ন : অক্ষি গোলকের প্রাচীরের নাম কি?
উত্তর : রেটিনা।
৩. প্রশ্ন : রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বোঝা যায়?
উত্তর : ডায়াবেটিস।
৪. প্রশ্ন : কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায়?
উত্তর : ইস্টজেন।
৫. প্রশ্ন : নালীবিহীন গ্রন্থিগুলোর মধ্যে কোনটি প্রধানতম?
উত্তর : পিটুইটারি।
৬. প্রশ্ন : থাইরয়েডের অবস্থান কোথায়?
উত্তর : গলায় ল্যারিংসের উপরে দুপাশে।
৭. প্রশ্ন : মানুষের অ্যাপেডিক্স কোথায় অবস্থান করে?
উত্তর : সিকামে।
৮. প্রশ্ন : ক্ষুদ্রান্ত্রের বিশোসক একক কি?
উত্তর : ভিলাস।
৯. প্রশ্ন : ভিটামিন কে ও বি কোথায় সংশ্লেসিত হয়?
উত্তর : বৃহদন্তে।
১০. প্রশ্ন : ব্লাড ক্যান্সার কেন হয়?
উত্তর : রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে।
১১. প্রশ্ন : চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে?
উত্তর : কর্নিয়া।
১২. প্রশ্ন : ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরি হয়?
উত্তর : বিটা কোষে।
১৩. প্রশ্ন : চোখের পানির উৎস কোথায়?
উত্তর : ল্যাক্রিমাল গ্রন্থি।
১৪. প্রশ্ন : মানব চোখে পেশীর সংখ্যা কত?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থি থাকে?
উত্তর : ২টি।
১৬. প্রশ্ন : চোখের ওপর ভ্রুতে কতটি লোম আছে?
উত্তর : ৫০০টি।
১৭. প্রশ্ন : মানবদেহে হাড়ের সংখ্যা কতটি?
উত্তর : ২০৬টি।
১৮. প্রশ্ন : মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি?
উত্তর : পাঁজর।
১৯. প্রশ্ন : মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি?
উত্তর : কানের হাড়।
২০. প্রশ্ন : মানবদেহের সবেচেয়ে শক্তিশালী পেশী কী?
উত্তর : জিহ্বা।
এসইউ/এমএস