আজকের সাধারণ জ্ঞান : ০২ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ০২ নভেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : মীর মশাররফ হোসেন কখন সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন?
উত্তর : উনিশ শতকের শেষার্ধে।

২. প্রশ্ন : বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

৩. প্রশ্ন : বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি কে?
উত্তর : বিহারীলাল চক্রবর্তী।

৪. প্রশ্ন : বাংলা সাহিত্যে মধ্য যুগের প্রথম নির্দশন কী?
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন।

৫. প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে রচনা করেন?
উত্তর : বড়ু চণ্ডীদাস।

৬. প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন যুগের নিদর্শন?
উত্তর : চৈতন্যপূর্ববর্তী যুগ।

৭. প্রশ্ন : বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন?
উত্তর : বসন্তরঞ্জন রায়।

৮. প্রশ্ন : কত সালে শ্রীকৃষ্ণকীর্তন উদ্ধার করা হয়?
উত্তর : ১৯০৯ সালে।

৯. প্রশ্ন : উনিশ শতকের নাট্যসাহিত্য ধারার অন্যতম রূপকার কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

১০. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর : আলালের ঘরের দুলাল।

১১. প্রশ্ন : ‘আলালের ঘরের দুলাল’- এর রচয়িতা কে?
উত্তর : প্যারীচাঁদ মিত্র।

১২. প্রশ্ন : বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে?
উত্তর : প্রমথ চৌধুরী।

১৩. প্রশ্ন : ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুণটি প্রধান?
উত্তর : নাটকীয়তা।

১৪. প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি?
উত্তর : কুলীনকূলসর্বস্ব।

১৫. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে?
উত্তর : ভদ্রার্জুন।

১৬. প্রশ্ন : ‘ভদ্রার্জুন’ নাটকের রচয়িতা কে?
উত্তর : তারাচরণ সিকদার।

১৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

১৮. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উত্তর : কৃষ্ণকুমারী।

১৯. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি?
উত্তর : কথোপকথন।

২০. প্রশ্ন : বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক কে?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।