আজকের সাধারণ জ্ঞান : ২০ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৫:০৮ এএম, ২০ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিশ্বের বিখ্যাত হ্রদ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : গ্রেট স্নেভ হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।

২. প্রশ্ন : গ্রেট স্নেভ হ্রদের গভীরতা কত?
উত্তর : ২,০১৫ ফুট।

৩. প্রশ্ন : ইরি হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।

৪. প্রশ্ন : ইরি হ্রদের গভীরতা কত?
উত্তর : ২১০ ফুট।

৫. প্রশ্ন : ইউনিপেগ হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।

৬. প্রশ্ন : ইউনিপেগ হ্রদের গভীরতা কত?
উত্তর : ৬০ ফুট।

৭. প্রশ্ন : অন্টারিও হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : উত্তর আমেরিকা।

৮. প্রশ্ন : অন্টারিও হ্রদের গভীরতা কত?
উত্তর : ৮০২ ফুট।

৯. প্রশ্ন : বেলকাশ হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : এশিয়া ।

১০. প্রশ্ন : বেলকাশ হ্রদের গভীরতা কত ?
উত্তর : ৮৫ ফুট।

১১. প্রশ্ন : লেগোডা হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : ইউরোপ।

১২. প্রশ্ন : লেগোডা হ্রদের গভীরতা কত?
উত্তর : ৭৩৮ ফুট।

১৩. প্রশ্ন : ওনেগা হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : ইউরোপ।

১৪. প্রশ্ন : ওনেগা হ্রদের গভীরতা কত?
উত্তর : ৩২৮ ফুট।

১৫. প্রশ্ন : টিটিকাকা হ্রদ কোথায় অবস্থিত?  
উত্তর : দক্ষিণ আমেরিকা।

১৬. প্রশ্ন : টিটিকাকা হ্রদের গভীরতা কত?
উত্তর : ৯২২ ফুট।

১৭. প্রশ্ন : হ্রদ কাকে বলে?
উত্তর : চারদিকে স্থল দ্বারা বেষ্টিত জলরাশি।

১৮. প্রশ্ন : পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তর : বৈকাল হ্রদ।

১৯. প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি?
উত্তর : সুপিরিয়র।

২০. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর : কাস্পিয়ান সাগর।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।