আজকের সাধারণ জ্ঞান : ১৭ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৫:১৯ এএম, ১৭ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘নোবেল ২০১৫’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ২০১৫ সালে কারা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর : উইলিয়াম সি ক্যাম্পবেল, টু ইউইউ ও সাতোশি ওমুড়া।

২. প্রশ্ন : কোন দেশের বিজ্ঞানীরা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন?
উত্তর : আয়ারল্যান্ড, জাপান ও চীনের।

৩. প্রশ্ন : উইলিয়াম সি ক্যাম্পবেল ও সাতোশি ওমুড়া কিসের জন্য নোবেল পেয়েছেন?
উত্তর : কেঁচোকৃমি প্যারাসাইটের কারণে সৃষ্ট ইনফেকশনের প্রতিরোধক তৈরি করায়।

৪. প্রশ্ন : ম্যালেরিয়া প্রতিরোধে থেরাপি আবিষ্কারের জন্য কে নোবেল পেয়েছেন?
উত্তর : টু ইউইউ।

৫. প্রশ্ন : চীনা নাগরিক হিসেবে কে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : টু ইউইউ।

৬. প্রশ্ন : পদার্থবিদ্যায় ২০১৫ সালের নোবেল পেয়েছেন কারা?
উত্তর : তাকাকি কাজিতা ও আর্থার ম্যাকডোনাল্ড।

৭. প্রশ্ন : তাকাকি কাজিতা কোন দেশের নাগরিক?
উত্তর : জাপানের।

৮. প্রশ্ন : আর্থার ম্যাকডোনাল্ড কোন দেশের নাগরিক?
উত্তর : কানাডার।

৯. প্রশ্ন : তাকাকি কাজিতা ও আর্থার ম্যাকডোনাল্ডকে কিসের জন্য নোবেল দেওয়া হয়?
উত্তর : মৌলিক কনিকা নিউট্রিনোর দোলন ও মহাবিশ্বে এর ভরের অস্তিত্ব নিয়ে গবেষণার জন্য।

১০. প্রশ্ন : তাকাকি কাজিতা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?
উত্তর : জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের।

১১. প্রশ্ন : আর্থার ম্যাকডোনাল্ড কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?
উত্তর : কানাডার কিংসটনের কুইন্স বিশ্ববিদ্যালয়ের।

১২. প্রশ্ন : রসায়নে ২০১৫ সালের নোবেল বিজয়ী কারা?
উত্তর : টমাস লিন্ডাল, পল মোদরিক ও আজিজ সানকার।

১৩. প্রশ্ন : টমাস লিন্ডাল, পল মোদরিক ও আজিজ সানকারকে কিসের জন্য নোবেল দেওয়া হয়?
উত্তর : কোষের ডিএনএ পুনর্গঠন প্রক্রিয়া আবিষ্কারের জন্য।

১৪. প্রশ্ন : টমাস লিন্ডাল কোন প্রতিষ্ঠানের গবেষক?
উত্তর : ইংল্যান্ডের দ্য ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউটের।

১৫. প্রশ্ন : টমাস লিন্ডাল কী নিয়ে গবেষণা করেছেন?
উত্তর : ডিএনএ’র আণবিক কমর্কাণ্ড নিয়ে।

১৬. প্রশ্ন : টমাস লিন্ডাল কোন দেশের নাগরিক?
উত্তর : সুইডেনের।

১৭. প্রশ্ন: পল মোদরিক কোন দেশের বিজ্ঞানী?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের।

১৮. প্রশ্ন : পল মোদরিক কোথায় গবেষণা করছেন?
উত্তর : ডিউক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে।  

১৯. প্রশ্ন : আজিজ সানকার কোন প্রতিষ্ঠানের গবেষক?
উত্তর : নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির।

২০. আজিজ সানকার কোন দেশের নাগরিক?
উত্তর : তুরস্কের।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।