আজকের সাধারণ জ্ঞান : ১৪ অক্টোবর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘সভ্যতার ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : ইজিয়ান সভ্যতার তথ্য কোথা থেকে পাওয়া যায়?
উত্তর : গ্রীক কবি হোমারের ইলিয়ড ও ওডেসী কাব্যে।
২. প্রশ্ন : ট্রয়, মাইসেনীয়, টিরিনস অঞ্চলের ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?
উত্তর : জার্মান পূরাতাত্ত্বিক হাইনরিখ শ্লিম্যান।
৩. প্রশ্ন : ইউরোপের কোন অঞ্চলের মানুষেরা প্রথম ধাতুর যুগে প্রবেশ করে?
উত্তর : পূর্ব বলকান অঞ্চলের মানুষ।
৪. প্রশ্ন : কত খ্রিস্টাব্দে ইজিয়ান সভ্যতার পতন ঘটে?
উত্তর : ১২০০ খ্রিস্টপূর্বাব্দে।
৫. প্রশ্ন : গ্রীক ও অগ্রীক সংস্কৃতির মিশ্রণে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে যে নতুন সংস্কৃতির জন্ম হয় তার নাম কি?
উত্তর : হেলেনিস্টিক সংস্কৃতি।
৬. প্রশ্ন : গ্রীকের ইতিহাসে ১১০০ থেকে ৭৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল কি নামে পরিচিত ছিল?
উত্তর : হোমারীয় যুগ।
৭. প্রশ্ন : ইতিহাসের জনক বলা হয় কাকে?
উত্তর : গ্রীক ইতিহাসবেত্তা হেরোডোটাস।
৮. প্রশ্ন : কাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়?
উত্তর : থুকিডাইডিস।
৯. প্রশ্ন : পৃথিবীর মানচিত্র কারা প্রথম অঙ্কন করেন?
উত্তর : গ্রীক বিজ্ঞানীরা।
১০. প্রশ্ন : কার শাসনামলে গ্রীসে অলিম্পিকের যাত্রা শুরু হয়?
উত্তর : রাজা ইফিটাস।
১১. প্রশ্ন : কারা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যোগ করেছিলেন?
উত্তর : গ্রীকরা।
১২. প্রশ্ন : গ্রীসে অলিম্পিকের যাত্রা শুরু হয় কখন?
উত্তর : ৭৭৬ খ্রিস্টপূর্ব।
১৩. প্রশ্ন : হেলেনিস্টিক সভ্যতার উৎপত্তি ও বিকাশে কার ভূমিকা প্রধান?
উত্তর : ম্যাসিডোন অধিপতি আলেকজান্ডার দ্য গ্রেট।
১৪. প্রশ্ন : আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন?
উত্তর : প্লেটোর শিষ্য বিখ্যাত দার্শনিক এরিস্টটল।
১৫. প্রশ্ন : পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : লাইসিয়াম বিশ্ববিদ্যালয়।
১৬. প্রশ্ন : লাইসিয়াম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন?
উত্তর : গ্রীক দার্শনিক এরিস্টটল।
১৭. প্রশ্ন : হেলেনিস্টিক সভ্যতার বিলুপ্তি ঘটে কোন সময়?
উত্তর : খ্রিস্টপূর্ব ৩১ অব্দে।
১৮. প্রশ্ন : কোন সম্রাট খ্রিস্টধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন?
উত্তর : কনস্টানটাইন।
১৯. প্রশ্ন : রোমের প্রধান দেবতার নাম কি?
উত্তর : জুপিটাস।
২০. প্রশ্ন : সর্বপ্রথম রোমান আইন সংকলন করা হয় কিসে?
উত্তর : ১২ টি ব্রোঞ্জ পাতে।
এসইউ/এমএস