আজকের সাধারণ জ্ঞান : ০৪ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৫:১৭ এএম, ০৪ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?  
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২. প্রশ্ন : প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

৩. প্রশ্ন : প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর : ০২ মার্চ ১৯৭১।

৪. প্রশ্ন : বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উত্তর : আ স ম আব্দুর রব।

৫. প্রশ্ন : কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উত্তর : ০৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দানে।

৬. প্রশ্ন : চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কবে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়?
উত্তর : ২৬ মার্চ ১৯৭১।

৭. প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়?
উত্তর : চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ ১৯৭১।

৮. প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

৯. প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংগঠিত হয়?
উত্তর : ১৯ মার্চ ১৯৭১, গাজীপুরে।
 
১০. প্রশ্ন : শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
উত্তর : ২৫ মার্চ ১৯৭১ মধ্যরাতে।

১১. প্রশ্ন : শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করেন?
উত্তর : ১০ জানুয়ারি ১৯৭২।

১২. প্রশ্ন : ‘এ দেশের মাটি চাই, মানুষ নয়’- উক্তিটি কার?
উত্তর : জেনারেল ইয়াহিয়া খানের।

১৩. প্রশ্ন : সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।

১৪. প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।

১৫. প্রশ্ন : বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।

১৬. প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।

১৭. প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : ৬ জন।  

১৮. প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর : মেহেরপুর জেলার মুজিবনগরে।   

১৯. প্রশ্ন : মুজিবনগরের পুরাতন নাম কী ছিল?
উত্তর : বৈদ্যনাথ তলার ভবের পাড়া।

২০. প্রশ্ন : কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।  

# আজকের সাধারণ জ্ঞান : ০৩ অক্টোবর ২০১৫

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।