আজকের সাধারণ জ্ঞান : ৩০ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৫:১৬ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থের নাম কী?
উত্তর : বিবিধ প্রসঙ্গ।

২. প্রশ্ন : ‘উদাসীন পথিকের মনের কথা’- কার লেখা উপন্যাস?
উত্তর : মীর মশাররফ হোসেন।

৩. প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কী?
উত্তর : অপরাজেয় কথাশিল্পী।

৪. প্রশ্ন : জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?  
উত্তর : রাখালী।

৫. প্রশ্ন : চর্যাপদ কোন ছন্দে লেখা?
উত্তর : মাত্রাবৃত্ত।

৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল কোনটি?
উত্তর : এটিএন বাংলা।

৭. প্রশ্ন : এটিএন বাংলা কত সালে যাত্রা শুরু করে?
উত্তর : ১৯৯৭ সালে।

৮. প্রশ্ন : বাংলাদেশের সমুদ্রবন্দর দুটির নাম কী?
উত্তর : চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর।

৯. প্রশ্ন : চট্টগ্রাম সমুদ্রবন্দর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৮৭ সালে।

১০. প্রশ্ন : চট্টগ্রাম সমুদ্রবন্দর কত সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে?
উত্তর : ১৮৮৮ সালে।

১১. প্রশ্ন : বিশ্বে সর্বনিম্ন আয়ের দেশ কোনটি?  
উত্তর : মোজাম্বিক।

১২. প্রশ্ন : বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি?  
উত্তর : টোকিও, জাপান।

১৩. প্রশ্ন : বিশ্বে শীর্ষ স্বল্প ব্যয়ের শহর কোনটি?  
উত্তর : আসুনসিওন, প্যারাগুয়ে।

১৪. প্রশ্ন : কোনটি পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র?  
উত্তর : ইন্দোনেশিয়া।

১৫. প্রশ্ন : নিশীথ সূর্যের দেশ কোনটি?
উত্তর : নরওয়ে।  

১৬. প্রশ্ন :  কোন গাছের কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়?
উত্তর : গেওয়া।

১৭. প্রশ্ন : ব্লগ (Blog) কী?  
উত্তর : অনলাইন জার্নাল বা ওয়েবসাইট।  

১৮. প্রশ্ন : কত সালে প্রথম স্মার্ট ফোন তৈরি করা হয়?
উত্তর : ১৯৯৩ সালে।

১৯. প্রশ্ন : কমলায় কী উপাদান আছে?  
উত্তর : আসকরবিক অ্যাসিড।

২০. প্রশ্ন : ‘Impossible is a word to be found in a fool’s dictionary’- উক্তিটি কার?  
উত্তর : নেপোলিয়ানের।  

# আজকের সাধারণ জ্ঞান : ২৯ সেপ্টেম্বর ২০১৫

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।