আজকের সাধারণ জ্ঞান : ২৮ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বাংলাদেশের প্রাচীনতম মসজিদ কোনটি?  
উত্তর : বিনতি বিবির মসজিদ।

২. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের প্রথম ভবন কোথায় ছিল?  
উত্তর : ঢাকার ডিআইটি-তে।

৩. প্রশ্ন : জাতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়?
উত্তর : ২৩ এপ্রিল ১৯৮৭ সালে।

৪. প্রশ্ন : সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কয়টি রোগের টিকা দেওয়া হয়?
উত্তর : ১০টি রোগের ৭টি টিকা।

৫. প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ‘চিন্তা ও বিবেকের স্বাধীনতা’ নিশ্চিত করা হয়েছে?
উত্তর : ৩৯ নম্বর অনুচ্ছেদে।

৬. প্রশ্ন : বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : ঈশ্বরদী, পাবনা।

৭. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক কোথায়?
উত্তর : বান্দরবানে।

৮. প্রশ্ন : টেস্ট ও ওয়ানডে অভিষেকে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন কে?
উত্তর : মুস্তাফিজুর রহমান।

৯. প্রশ্ন : কোথায় বীরশেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কয়ার স্থাপিত হয়?   
উত্তর : রাঙ্গামাটি।
 
১০. প্রশ্ন : বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কী?  
উত্তর : ভিক্টোরিয়া পার্ক।

১১. প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট?
উত্তর : মালদ্বীপ।

১২. প্রশ্ন : প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এশিয়ার প্রধান দেশ কোনটি?
উত্তর : চীন।

১৩. প্রশ্ন : e-book-এর জনক কে?  
উত্তর : মাইকেল স্টার্ন হার্ট, যুক্তরাষ্ট্র।

১৪. প্রশ্ন : ‘ডেবিস কাপ’ শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত?
উত্তর : লন টেনিস।

১৫. প্রশ্ন : সৌর জগতের নিকতম নক্ষত্র কোনটি?
উত্তর : প্রক্সিমা সেন্টারাই।

১৬. প্রশ্ন : বিশ্বের প্রথম ল্যাপটপের নাম কী?
উত্তর : গ্রিড কম্পাস।

১৭. প্রশ্ন : ইউরো কবে থেকে মুদ্রা ও নোট হিসেবে বাজারে চালু হয়?
উত্তর : ১ জানুয়ারি ২০০২ থেকে।

১৮. প্রশ্ন : ‘Bail out’ কিসের সঙ্গে সম্পর্কিত?
উত্তর : অর্থনীতির সঙ্গে।

১৯. প্রশ্ন : তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য কী উপযোগী?  
উত্তর : ওয়াইম্যাক্স।

২০. প্রশ্ন : বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কী?  
উত্তর : IBM Simon.

# আজকের সাধারণ জ্ঞান : ২৭ সেপ্টেম্বর ২০১৫

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।