আজকের সাধারণ জ্ঞান : ২৩ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:৪৯ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ‘কবিতার কথা’ প্রবন্ধগ্রন্থের লেখকের নাম কি?
উত্তর : জীবনানন্দ দাশ।

২. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি?  
উত্তর : ধূমকেতু।

৩. প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্রের নাম কি?
উত্তর : দিকদর্শন।

৪. প্রশ্ন : ‘পাখি সব করে রব রাতি পোহাইল’- পঙক্তিটির রচয়িতা কে?
উত্তর : মদনমোহন তর্কালঙ্কার।

৫. প্রশ্ন : বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?   
উত্তর : আরেক ফাল্গুন।

৬. প্রশ্ন : ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ফররুখ আহমদ।

৭. প্রশ্ন : ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
উত্তর : সমাপ্তি।

৮. প্রশ্ন : ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?   
উত্তর : উপন্যাস।

৯. প্রশ্ন : জসীমউদদীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর : কল্লোল।
 
১০. প্রশ্ন : ‘রাইফেল রোটি আওরাত’ কার উপন্যাস?
উত্তর : আনোয়ার পাশা।

১১. প্রশ্ন : শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
উত্তর : পথের দাবী।

১২. প্রশ্ন : ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।’- উক্তিটি কার?
উত্তর : প্রমথ চৌধুরীর।

১৩. প্রশ্ন : লালন ফকিরকে নিয়ে নির্মিত ‘মনের মানুষ’ সিনেমার নির্মাতা কে?
উত্তর : গৌতম ঘোষ।

১৪. প্রশ্ন : বাংলা সাহিত্যে ‘পঞ্চপাণ্ডব’ কাকে বলা হয়?
উত্তর : ৫ জন কবিকে।

১৫. প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসটি কত খণ্ডে রচিত?
উত্তর : চার খণ্ডে।

১৬. প্রশ্ন : আরজ আলী মাতুব্বর কী হিসেবে পরিচিত?
উত্তর : দার্শনিক।

১৭. প্রশ্ন : মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
উত্তর : শেখ ফয়জুল্লাহ।

১৮. প্রশ্ন : জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি?
উত্তর : কখনো আসেনি।

১৯. প্রশ্ন : ‘অন্যপুষ্ট’ দ্বারা কোন পাখিকে বোঝানো হয়?
উত্তর : কোকিলকে।

২০. প্রশ্ন : ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির লেখক কে?  
উত্তর : আলাউদ্দিন আল আজাদ।  

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।