আজকের সাধারণ জ্ঞান : ২২ সেপ্টেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : মোবাইল ফোনের জনক কে?
উত্তর : মার্টিন কুপার।
২. প্রশ্ন : প্রথম এইডসের সন্ধান পাওয়া যায় কবে?
উত্তর : ১৯৮১ সালে।
৩. প্রশ্ন : নায়াগ্রা কোথায় অবস্থিত?
উত্তর : কানাডার টরোন্টোতে।
৪. প্রশ্ন : স্ট্যানলি ও লিভিংস্টোন কী?
উত্তর : দুটি বিখ্যাত জলপ্রপাত।
৫. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পর্বতের নাম কী?
উত্তর : শ্বেত পর্বত।
৬. প্রশ্ন : শ্বেত পর্বতের অবস্থান কোথায়?
উত্তর : প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে।
৭. প্রশ্ন : নেপোলিয়ানকে প্রথমবার কোথায় নির্বাসন দেয়া হয়েছিল?
উত্তর : কর্সিনকো ও ইতালির মাঝখানে এলবা নামক স্থানে।
৮. প্রশ্ন : নেপোলিয়ানকে দ্বিতীয়বার নির্বাসন দেয়া হয়েছিল কোন দ্বীপে?
উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে।
৯. প্রশ্ন : আয়তনে সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
উত্তর : নায়াগ্রা জলপ্রপাত।
১০. প্রশ্ন : বিজ্ঞানী আর্কিমিডিস কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সিসিলি (ভূ-মধ্যসাগরীয় দ্বীপ)।
১১. প্রশ্ন : কর্সিকা দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর : ভূ-মধ্যসাগরে।
১২. প্রশ্ন : ‘স্পিরিট সান্টু’ কী?
উত্তর : ভানুয়াতুর বৃহত্তম একটি দ্বীপ।
১৩. প্রশ্ন : কাদেরকে ‘ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা’ বলা হয়?
উত্তর : মিশরীয়দেরকে।
১৪. প্রশ্ন : কোন শহরকে ‘সাত পাহাড়ের শহর’ বলা হয়?
উত্তর : রোমকে।
১৫. প্রশ্ন : থাইল্যান্ডের পূর্বনাম কী?
উত্তর : শ্যামদেশ।
১৬. প্রশ্ন : কোন পাখি পিছনের দিকে উড়তে পারে?
উত্তর : হামিং বার্ড।
১৭. প্রশ্ন : টিকটিকি একসঙ্গে কতটি ডিম পাড়ে?
উত্তর : ৩০ টি।
১৮. প্রশ্ন : মাছি প্রতি মিনিটে কত কিলোমিটার উড়তে পারে?
উত্তর : ৮ কিলোমিটার।
১৯. প্রশ্ন : কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায়?
উত্তর : বিড়াল, দৈনিক ১৮ ঘণ্টা।
২০. প্রশ্ন : কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে কত গুণ বেশি।
উত্তর : ২৮ হাজার গুণ।
# আজকের সাধারণ জ্ঞান : ২১ সেপ্টেম্বর ২০১৫
এসইউ/পিআর