আজকের সাধারণ জ্ঞান : ১৯ সেপ্টেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য বাংলাদেশ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা শত্রুমুক্ত হয়?
উত্তর : যশোর।
২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
৩. প্রশ্ন : ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন কে?
উত্তর : শায়েস্তা খান।
৪. প্রশ্ন : কোন বাংলাদেশি প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
উত্তর : ব্রজেন দাস।
৫. প্রশ্ন : দক্ষিণ এশিয়ায় ড. ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী?
উত্তর : ২য় নোবেল বিজয়ী।
৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
উত্তর : আরব বাংলাদেশ ব্যাংক।
৭. প্রশ্ন : ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে?
উত্তর : নিতুন কুণ্ডু।
৮. প্রশ্ন : হালদা ভ্যালী কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।
৯. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
উত্তর : তিস্তা সেচ প্রকল্প।
১০. প্রশ্ন : বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে।
১১. প্রশ্ন : কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত?
উত্তর : ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
১২. প্রশ্ন : বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : বুড়িগঙ্গা।
১৩. প্রশ্ন : মিশুকের স্থপতি কে?
উত্তর : হামিদুজ্জামান খান।
১৪. প্রশ্ন : ‘মা ও মনি’ কী?
উত্তর : একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম।
১৫. প্রশ্ন : শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর : নায়েম।
১৬. প্রশ্ন : বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগস্থল কোথায়?
উত্তর : বগুড়া।
১৭. প্রশ্ন : কবে রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়?
উত্তর : ২৫ জানুয়ারি ২০১০।
১৮. প্রশ্ন : বাংলাদেশের সংবিধান দিবস কবে পালিত হয়?
উত্তর : ৪ নভেম্বর।
১৯. প্রশ্ন : জাতীয় সংসদের স্থপতি কে?
উত্তর : লুই আই কান।
২০. প্রশ্ন : জাতীয় সংসদের প্রতীক কী?
উত্তর : শাপলা ফুল।
# আজকের সাধারণ জ্ঞান : ১৮ সেপ্টেম্বর ২০১৫
এসইউ/এমএস