৩২ জনকে চাকরি দিচ্ছে প্রতিরক্ষা অর্থ অধিদফতর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৮ আগস্ট ২০১৯

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সে (প্রতিরক্ষা অর্থ অধিদফতর) ‘জুনিয়র অডিটর (এলডিএ কাম টাইপিস্ট)’ পদে ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (প্রতিরক্ষা অর্থ অধিদফতর)

পদের নাম: জুনিয়র অডিটর (এলডিএ কাম টাইপিস্ট)
পদসংখ্যা: ৩২ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
দক্ষতা: টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে শব্দের গতি ২০ থাকতে হবে
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়স: ০১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

চাকরির ধরন: অস্থায়ী
পরীক্ষার ধরন: লিখিত/ব্যবহারিক/মৌখিক

আবেদনের নিয়ম: আগ্রহীরা cgdf.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি (১০০ কেবি) ও ৩০০-৮০ (৬০ কেবি) সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। ছবি ও স্বাক্ষর জেপেজি ফরম্যাটে হতে হবে।

আবেদন ফি: আবেদন সম্পন্ন হওয়া পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের সময়: ১৮ আগস্ট ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। চলবে ১৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: জাগোজবস ডটকম

এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।