তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের বিদেশে চাকরির সুযোগ!


প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের বিদেশে চাকরির সুযোগ করে দিচ্ছে বিজেআইটি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান গ্লোবাল জবস বিডি। নতুন এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ থেকে জাপানসহ বিশ্বের সবদেশেই তারা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

রাজধানীর বনানী মাঠে শনিবার থেকে শুরু হওয়া ‘ইন্টারনেট উইক ২০১৫’তে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির সিইও ইয়াসুহিরো আকাশী।

সাইটটিতে (www.globaljobsbd.com) তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার সম্পর্কে ধারণা দেওয়া থেকে শুরু করে সিভি তৈরি, অ্যাপয়েনমেন্টের সুযোগ, ইন্টারভিউয়ে অংশগ্রহণ ও চাকরি প্রাপ্তির সহযোগিতা করা হয়।

প্রতিষ্ঠানটির সিইও ইয়াসুহিরো আকাশী বলেন, ‘তথ্যপ্রযুক্তি প্রকৌশলে দক্ষ জনশক্তির দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে ভালো অবস্থানে রয়েছে। এ কারণে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। গ্লোবাল জবস বিডি ডটকম এ সুযোগকে আরো বাড়িয়ে দিয়েছে।

বিজেআইটি’র বোর্ড অব ডিরেক্টর মেহেদি মাসুদ জানান, ‘দেশের আইটি ব্যাকগ্রাউন্ডের কর্মীদের দেশ এবং দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন। বিশ্বব্যাপি আইটি প্রতিষ্ঠানে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ নিয়ে কাজ করছি। এরইমধ্যে জাপানে ২০০ এর বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। শিগগিরই আরো বড় পরিসরে কাজ করবো।’

গ্লোবাল জবস বিডি ডটকমের প্রজেক্ট ম্যানেজার কেনইচি ওয়াজিমা বলেন, ‘বিশ্বব্যাপি তথ্যপ্রযুক্তিতে চাকরির লাখ লাখ সুযোগ রয়েছে। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের কাছে বিশ্ব তথ্যপ্রযুক্তি বাজারের চাকরি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া ও চাকরির সংস্থান করার লক্ষ্যে আমাদের এ আয়োজন।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।