আজকের সাধারণ জ্ঞান : ০২ সেপ্টেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন: বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
উত্তর : বিহারী লাল চক্রবর্তী।
২. প্রশ্ন: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
৩. প্রশ্ন: ‘নিমচাঁদ’ চরিত্র পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর : সধবার একাদশী।
৪. প্রশ্ন : ‘জরাসন্ধ’ কার ছদ্মনাম?
উত্তর : চারুচন্দ্র চক্রবর্তী।
৫. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি?
উত্তর : ধূমকেতু।
৬. প্রশ্ন : সরকারি কর্ম কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান কে?
উত্তর : ড. জিন্নাতুন্নেছা তাহমিদা বেগম।
৭. প্রশ্ন : শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত?
উত্তর : হিমছড়ি পাহাড়।
৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে?
উত্তর : নাজমুন আরা সুলতানা।
৯. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায়?
উত্তর : ময়মনসিংহে।
১০. প্রশ্ন : স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কী ছিল?
উত্তর : বাংলাদেশের মানচিত্র।
১১. প্রশ্ন : ‘রেড স্কোয়ার’ কোথায় অবস্থিত?
উত্তর : মস্কোয়।
১২. প্রশ্ন: WTO প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৫।
১৩. প্রশ্ন : পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
উত্তর : পামির মালভূমিকে।
১৪ প্রশ্ন : ‘আবু সায়াফ’ কী?
উত্তর : ফিলিপাইনের স্বাধীনতাকামী মুসলিম গেরিলা সংগঠন।
১৫. প্রশ্ন : রাশিয়া ও জাপানের মধ্যে কোন দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ?
উত্তর : শাখালিন দ্বীপপুঞ্জ।
১৬. প্রশ্ন : একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গমিটার?
উত্তর : ৫৪ বর্গমিটার।
১৭. প্রশ্ন : একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট হার সরল সুদে ৪ বছরে প্রাথমিক মূলধনের ৭/৫ অংশ হয়। বার্ষিক সরল সুদের হার কত?
উত্তর : ১০%।
১৮. প্রশ্ন : a+b=V3 and a-b=V2 হলে 8ab(a2+b2)= কত?
উত্তর : 5.
১৯. প্রশ্ন : Correct passive form of-‘I have to do it’.
উত্তর : It has to be done by me.
২০. প্রশ্ন: FBCCI এর পূর্ণরূপ কী?
উত্তর : Federation of Bangladesh Chambers of Commerce and Industry.
# আজকের সাধারণ জ্ঞান : ০১ সেপ্টেম্বর ২০১৫
এসইউ/এমএস