আজকের সাধারণ জ্ঞান : ২৯ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৫:০৮ এএম, ২৯ আগস্ট ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
উত্তর : আবদুল করিমের।

২. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

৩. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম কখন মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৭৬ সালের ২৯ আগস্ট।

৪. প্রশ্ন : ‘বীরবল’ কার ছদ্মনাম?
উত্তর : প্রমথ চৌধুরীর।

৫. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
উত্তর : ক্ষুধিত পাষাণ।

৬. প্রশ্ন: ‘জীবনতরী’ কী?
উত্তর : একটি ভাসমান হাসপাতাল।

৭. প্রশ্ন: ‘ময়নামতির’ পূর্ব নাম কী?
উত্তর : রোহিতগিরি।

৮. প্রশ্ন : বাংলাদেশের মানচিত্র কে প্রথম আঁকেন?  
উত্তর : মেজর জেমস রেনেল।

৯. প্রশ্ন : ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে?
উত্তর : ৬ ডিসেম্বর ১৯৭১।

১০. প্রশ্ন : বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত?
উত্তর : ৭১১ কিলোমিটার।

১১. প্রশ্ন : আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : রাশিয়া।

১২. প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম রেলপথ-  
উত্তর : ট্রান্স সাইবেরিয়ান।

১৩. প্রশ্ন : জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন দেশে?  
উত্তর : জাপানে।

১৪ প্রশ্ন : বার্লিন প্রাচীরের পতন ঘটে কবে?
উত্তর : ১৯৮৯ সালে।

১৫. প্রশ্ন : ‘ফরাসি বিপ্লবের যিশু’ বলা হয় কাকে?
উত্তর : নেপোলিয়নকে।

১৬. প্রশ্ন : চিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার ২০% বেড়ে গেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বে বা কমবে?    
উত্তর : ৪%।

১৭. প্রশ্ন : URL এর পূর্ণরূপ কী?
উত্তর : Uniform Resource Locator.

১৮. প্রশ্ন : দুধে কী উপাদান আছে?  
উত্তর : লেক্টিক অ্যাসিড।

১৯. প্রশ্ন : সমুদ্রপৃষ্টে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত?
উত্তর : ১০ নিউটন।

২০. প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর : সিসমোগ্রাফ।

# জনবল নেবে বাংলাদেশ পাটকল করপোরেশন
# নবদূতে চাকরির সুযোগ
# যশোর ক্যান্টনমেন্ট কলেজে চাকরি
# ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার হল ও আসন ঘোষণা
# সৃজনশীলদের খুঁজছে মাইন্ডট্রি

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।