আজকের সাধারণ জ্ঞান : ২৫ আগস্ট ২০১৫


প্রকাশিত: ১০:১২ এএম, ২৫ আগস্ট ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : জীবনানন্দ দাশ প্রধানত-
উত্তর : প্রকৃতির কবি।

২. প্রশ্ন : বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

৩. প্রশ্ন : মঙ্গল কাব্যের সর্বশেষ কবির নাম কি?
উত্তর : ভারতচন্দ্র রায়গুণাকর।

৪. প্রশ্ন : বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
উত্তর : উনিশ শতকে।

৫. প্রশ্ন : কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
উত্তর : ১৭৫৩ সালে।

৬. প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল-  
উত্তর : ৮নং সেক্টরের অধীনে।

৭. প্রশ্ন : ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিল কারা?  
উত্তর : পর্তুগীজরা।

৮. প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় পাট বেশি উৎপন্ন হয়?  
উত্তর : রংপুর জেলায়।

৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নৌবাহিনীর রণতরীর নাম কি?  
উত্তর : বিএনএস পদ্মা।

১০. প্রশ্ন : বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?  
উত্তর : এএনএ সাহা।

১১. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র মুসলমান উপজাতি কারা?  
উত্তর : পাঙন।

১২. প্রশ্ন : ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় কোন দেশকে?
উত্তর : বেলজিয়ামকে।

১৩. প্রশ্ন : ‘পানমুনজাম’ কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত?  
উত্তর : উত্তর ও দক্ষিণ কোরিয়া।  

১৪ প্রশ্ন : ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-
উত্তর : দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর।

১৫. প্রশ্ন : Joyful এর synonyms কী?
উত্তর : Cheerful.

১৬. প্রশ্ন:  মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?  
উত্তর : ১৮ ইঞ্চি প্রায়।

১৭. প্রশ্ন : বাদুড় চলাফেরা করে-  
উত্তর : সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।   

১৮. প্রশ্ন : ‘গ্যালিলিও’ কী?    
উত্তর : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

১৯. প্রশ্ন : বাদামে কী উপাদান থাকে?
উত্তর : ম্যাগনেসিয়াম।

২০. প্রশ্ন: GSM এর পূর্ণরূপ কি?
উত্তর : Global System for Mobile Communication.

# চাকরির প্রস্তুতি : সাধারণ জ্ঞান

এসইউ/এএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।