৫শ` জনবল নেবে মৎস্য অধিদফতর


প্রকাশিত: ১০:০৬ এএম, ২২ আগস্ট ২০১৫

বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ক্ষেত্র সহকারী পদে ৫শ` জনবল নিয়োগ দেওয়া হবে। মার্চ ২০১৫ থেকে জুন ২০২০ সাল পর্যন্ত সময়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেবে অধিদফতর। এ জন্য ইতোমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শিক্ষা বোর্ড থেকে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। তবে মৎস্য বিজ্ঞানে চার বছরের ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: মৎস্য অধিদফতরীয় সমাপ্ত প্রকল্পের অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য এবং অগ্রাধিকার দেওয়া হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা উভয়ই শিথিলযোগ্য।

বয়স: আগামী ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছর। সাক্ষাতের সময় জন্ম নিবন্ধন সনদের মূল কপি দেখাতে হবে। কোনো রকম হলফনামা গ্রহণযোগ্য নয়।

বেতন: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা গ্রেড-১৬ অর্থাৎ সর্বসাকূল্যে ৪,৭০০-৯,৭৪৮ টাকা পাবেন।

যেভাবে আবেদন করবেন: সরকার নির্ধারিত সরকারি দফতরের শূন্যপদে নিয়োগের জন্য ‘চাকরির আবেদনের মডেল ফরম’ অনুযায়ী এক পাতায় পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবিসহ আবেদন করতে হবে। ফরম পাওয়া যাবে http://www.forms.gov.bd এই ঠিকানায়। এছাড়া আবেদনপত্রের নমুনা মৎস্য অধিদফতরের ওয়েবসাইট www.fisheries.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে।

যা যা প্রয়োজন: আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে এইচএসসি পাসের নম্বরপত্র সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। তবে বর্তমানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অফিস চলাকালে প্রকল্প পরিচালক, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদফতর, কক্ষ নম্বর-৬১৫, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০।

মনে রাখবেন: আবেদনপত্রের ওপরে অবশ্যই স্পষ্ট করে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে এবং মুক্তিযোদ্ধা ও উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে খামের ওপর ‘মুক্তিযোদ্ধা/উপজাতি’ শব্দটি লিখতে হবে। মুক্তিযোদ্ধা ও উপজাতীয় প্রার্থীদের সাক্ষাতের সময়ে জেলা প্রশাসকের কাছ থেকে প্রাপ্ত মূল সনদ দেখাতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০১৫।

বাছাই প্রক্রিয়া: প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই করে উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং লিখিত পরীক্ষায় নির্দিষ্ট মানে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বর্তমান ঠিকানায় জানিয়ে দেওয়া হবে।

এসইউ/এইচআর/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।