আজকের চাকরি : ২১ আগস্ট ২০১৫


প্রকাশিত: ০৯:০৪ এএম, ২১ আগস্ট ২০১৫

সংবাদপত্রে প্রকাশিত চাকরির খবর নিয়ে জাগো নিউজের প্রতিদিনের আয়োজন আজকের চাকরি।

প্রতিষ্ঠানের নাম: ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ
পদের নাম: অধ্যক্ষ
পদ সংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: বি.এসসি নার্সিং, এমপিএইচ
অভিজ্ঞতা: নার্সিং কলেজে অধ্যক্ষ হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা থাকতে হবে।

যা যা প্রয়োজন: আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপিসহ আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০১৫

যার বরাবর আবেদন: চেয়ারম্যান, ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ, তুরাগ, ঢাকা-১২৩০।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২১ আগস্ট ২০১৫

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড

পদের নাম: রেশম প্রতিপাদক, গ্রেড-১৫
পদ সংখ্যা: মুক্তিযোদ্ধা কোটায় ০৯ জন, অন্যান্য ০৩ জন
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ২ বছরের সার্টিফিকেট কোর্স পাস অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা/প্রাণিবিদ্যায় স্নাতক।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর।
বেতন: সর্বসাকুল্যে ৮২০০ টাকা।
কর্ম এলাকা: যেকোনো জেলায় কাজ করতে হবে।

যা যা প্রয়োজন: আবেদনপত্রের ছক বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ওয়েব সাইট www.bsb.gov.bd থেকে সংগ্রহ করে আবেদন করতে হবে। পরীক্ষার ফি বাবদ প্রকল্প পরিচালক, বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহীর অনুকূলে ১৫০ টাকার ব্যাংক ড্রাফটসহ আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০১৫

যার বরাবর আবেদন: প্রকল্প পরিচালক, বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রেশম ভবন, বালিয়াপুকুর, রাজশাহী।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২১ আগস্ট ২০১৫

এসইউ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।