কর্মস্থলে প্রথম দিনে কী করবেন

সালাহ উদ্দিন মাহমুদ
সালাহ উদ্দিন মাহমুদ সালাহ উদ্দিন মাহমুদ , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২০ আগস্ট ২০১৫

শিক্ষাজীবন শেষে জীবিকার তাগিদে সবাইকেই কর্মজীবনে প্রবেশ করতে হয়। তবে খেয়াল রাখবেন, যেনো জীবনের প্রথম কর্মস্থলে গিয়ে কোনো সমস্যা বা বিপত্তির সম্মুখীন হতে না হয়। তাই জেনে নিন কর্মস্থলের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

সময় মতো প্রবেশ:
কর্মস্থলে সবচেয়ে জরুরি বিষয় হলো অফিসে সঠিক সময় মতো যাওয়া। দরকার হলে প্রথম দিন হাতে সময় নিয়ে একটু আগেই পৌঁছে যান।

পোশাক:
পোশাকের ক্ষেত্রে ফর্মাল হতে হবে। মেয়েরা দেশীয় পোশাক পরতে পারেন। তবে আগে থেকে যদি অফিসের কালচার সম্পর্কে জানা থাকলে ভালো হয়।

হাসিমুখে আলাপ:
সহকর্মীদের সঙ্গে হাসিমুখে কথা বলুন। তবে অতিরিক্ত বন্ধু ভাবাপন্ন ভাব না দেখানোই ভালো। তাদেরকে বোঝার চেষ্টা করুন।

কাজ বুঝে নিন:
আপনার কাজ ভালোভাবে বুঝে নিন। কাজ নিয়ে দ্বিধা থাকলে প্রশ্ন করতে ভুলবেন না।

বেশি কথা বলা যাবে না:
প্রথম দিন বেশি কথা না বলাই ভালো। গসিপ এবং পলিটিকসের মধ্যে যাবেন না। সবার কথা মন দিয়ে শুনুন।

হতাশ হবেন না:
প্রথম দিনই যে আপনি সব কাজ বুঝতে পারবেন তা নয়। তাই হতাশ হবেন না। হতাশ না হয়ে আপনার কাজ ভালোভাবে বুঝে নেয়া চেস্টা করুন।

প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিন:
আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন তার পরিবেশ, কাজের ধরন, বিভিন্ন বিভাগ, বার্ষিক রিপোর্ট, ইত্যাদি সম্পর্কে প্রথম দিনই জানার চেষ্টা করুন।

তর্ক করা যাবে না:
কারো সঙ্গে তর্কে জড়াবেন না। কোনো মন্তব্য পছন্দ না হলে সরাসরি তাকে না বলাই ভালো। তাতে আপনার সম্পর্কে ভুল মনোভাব সৃষ্টি হবে।

পরিপাটি থাকুন:
অফিসে আপনাকে অবশ্যই পরিপাটি থাকতে হবে। এ জন্য মেয়েরা হালকা প্রসাধন নিতে পারেন। তবে অতিরিক্ত মেকআপ নেবেন না। ব্যাগ ও জুতার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন সেটা পোশাকের সঙ্গে মানিয়ে যায়।

ধন্যবাদ দিন:
প্রথম দিনে যারা আপনাকে সাহায্য করেছেন, অবশ্যই তাদের ধন্যবাদ দিতে ভুলবেন না।

এসইউ/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।