প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ে প্রশ্নোত্তর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

আগামী বছরের জানুয়ারি মাসে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। আজ থাকছে বাংলা বিষয়ে প্রশ্নোত্তর–

১. জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা–
উত্তর: একাত্তরের দিনগুলি।

২. মধ্যযুগের রচনা–
উত্তর: মনসামঙ্গল।

৩. বাংলা সাহিত্যের ইতিহাসমূলক শিশুকিশোর রচনা–
উত্তর: লাল নীল দীপাবলি।

৪. ভাষা আন্দোলন ভিত্তিক ‘কবর’ নাটকের রচয়িতা–
উত্তর: মুনীর চৌধুরী।

৫. ‘ঘর’ শব্দটির সমার্থক–
উত্তর: সদন।

৬. শামসুর রাহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ–
উত্তর: বন্দী শিবির থেকে।

৭. চলিত গদ্য রীতির ধারা প্রবর্তন করে যে পত্রিকা–
উত্তর: সবুজপত্র।

৮. ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ গানটির রচয়িতা–
উত্তর: লালন শাহ।

৯. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক–
উত্তর: কৃষ্ণকুমারী।

১০. সৈয়দ মুজতবা আলী রচিত ‘দেশে বিদেশে’ একটি–
উত্তর: ভ্রমণকাহিনি।

১১. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের উপজীব্য–
উত্তর: মুক্তিযুুদ্ধ।

১২. যে বানানটি সঠিক–
উত্তর: বিভীষিকা।

১৩. জসীম উদদীনের ‘কবর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত–
উত্তর: রাখালী।

১৪. ‘লাবণ্য’ কোন উপন্যাসের চরিত্র–
উত্তর: শেষের কবিতা।

১৫. সমরেশ বসুর ছদ্মনাম–
উত্তর: কালকূট।

১৬. একটি ক্রমবাচক সংখ্যা–
উত্তর: সপ্তম।

১৭. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয়–
উত্তর: ধ্বনিতত্ত্ব।

১৮. ‘সংশয়’ এর বিপরীত শব্দ–
উত্তর: প্রত্যয়।

১৯. ‘স্বাগত’ শব্দের সন্ধি বিচ্ছেদ–
উত্তর: সু+আগত।

২০. ‘চাঁদ’ শব্দের সমার্থক–
উত্তর: বিধু।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।