প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় মুজিবনগর সরকার
চলতি বছরের ১৯ থেকে ২৬ অক্টোরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। আজ থাকছে মুজিবনগর সরকার বিষয়ে প্রশ্নোত্তর–
১. মেহেরপুর জেলার অন্তর্গত স্থান–
উত্তর: বৈদ্যনাথ তলা এবং আম্রকানন।
২. বৈদ্যনাথ তলার বর্তমান নাম–
উত্তর: মুজিবনগর।
৩. মুজিবনগর সরকার গঠিত হয়–
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল।
৪. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়–
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল।
৫. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে–
উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
> আরও পড়ুন- প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রস্তুতি নেবেন যেভাবে
৬. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক–
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭. মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি–
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।
৮. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী–
উত্তর: তাজউদ্দীন আহমেদ।
৯. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী–
উত্তর: এম মনসুর আহমদ।
১০. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী–
উত্তর: এ এইচ এম কামারুজ্জামান।
১১. মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী–
উত্তর: খন্দকার মোশতাক আহমেদ।
১২. মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করান–
উত্তর: অধ্যাপক ইউসুফ আলী।
১৩. মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল–
উত্তর: মুক্তিযুদ্ধ পরিচালনা ও বাংলাদেশের পক্ষে বিশ্বে জনমত সৃষ্টি করা।
১৪. মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল–
উত্তর: ১২টি।
১৫. মুজিবনগর সরকারের বিশেষ দূত ছিলেন–
উত্তর: বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
এসইউ/আরআইপি