কৃষি ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল নি‌য়ে লু‌কোচু‌রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭

 

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের ফল প্রকাশের পর তা স‌রি‌য়ে ফে‌লে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ওই ফল প্রকাশ করা হয়। প‌রে ফলাফলকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে তা সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এক সিরিয়ালে সবাই পাস করেছেন। বিষয়‌টি নি‌য়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমা‌লোচনার ঝড় উ‌ঠে। প্রকাশিত ফলাফলে ১০০০২৬ থেকে ১০০০৪৭ পর্যন্ত যারা ছিলেন, তারা সবাই পাস করেছেন। এরপর কোনো প্রার্থী পাস করেননি।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ব্যাংকার্স সিলেকশন কমিটির মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান বিষয়‌টি স্বীকার ক‌রে বলেন, ফলাফল ত্রুটিপূর্ণ থাকার কারণে তা স‌রি‌য়ে নেয়া হ‌য়ে‌ছে। সংশোধন করে শিগ‌গিরই নতুন ফল প্রকাশ করা হবে।

এসআই/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।