রাজধানীতে ক্যারিয়ার বিষয়ক আলোচনা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

ফ্রেশ গ্রাজুয়েট ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর নিকুঞ্জে ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি প্লাটফর্ম হান্টারের উদ্যোগে সার্চ লাইট ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় ৫ শতাধিক ফ্রেশ গ্রাজুয়েট, তরুণ উদ্যোক্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অগমেডিক্সের কান্ট্রি ডিরেক্টর রাশেদ নোমান, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের চেয়ারম্যান এস এম আরিফুজ্জামান, ফেডেক্স এক্সপ্রেসের হেড অব হিউম্যান রিসোর্সেস এম এ মান্নান, প্রফেশনাল ট্রেইনার রিদওয়ান-উল-করিম চৌধুরী ও কর্পোরেট ব্যক্তিত্ব অরুপ দাস চৌধুরী প্রমুখ।

ফ্রেশ গ্রাজুয়েট ও তরুণ উদ্যোক্তাদের জব মার্কেটে সমস্যা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ, নির্ভুলভাবে সিভি রাইটিং, জব মার্কেটের জন্য প্রস্তুতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এলএ/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।