২ হাজার যুবক নিয়ে কর্মশালা সম্পন্ন
তীব্র গরম, ক্লান্তি, বৈদ্যুতিক সমস্যা উপেক্ষা করে টানা ৪ ঘণ্টা বক্তব্য শুনে ২ হাজার ২শ’ যুবক আলোড়ন সৃষ্টি করলো। ইয়ুথদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ৩১ জুলাই বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দেশ-বিদেশে ক্যারিয়ার গড়ার কার্যকর উপায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, বিগ ডাটা বা ডাটা অ্যানালাইসিস, ইনোভেশন, লিডারশিপ, ইন্টারপ্রেনারশিপ এবং মোটিভেশনের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
আরইউএইচএসসি ও ইয়ুথ কার্নিভালের আয়োজনে এবং লিডারশিপ এমপাওয়ারমেন্ট ও বাংলাদেশ সায়েন্স সোসাইটির (বিএসএস) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ কার্নিভ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এরিকসন আয়ারল্যান্ডের সিনিয়র ক্লাউড সলিউশন ম্যানেজার শাহিনুর আলম জনি, অ্যাডভাইজার ও বাংলাদেশ সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠাতা সুমন সাহা এবং হেড অব কমিউনিকেশনস সালেহ রোকন।
এসইউ/জেআইএম