৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কমিটি গঠন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৬ জুলাই ২০১৭

৩০তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৪ জুলাই রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সকাল ১০টায় কমিটি গঠন কার্যক্রম শুরু হয়।

এতে যৌথভাবে সভাপতি হয়েছেন ঢাকার কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান জুমন ও ঢাকার রমনা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা কোতয়ালী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২ বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন। তবে উভয় সভাপতির সম্মতিতে প্রধান নির্বাচন কমিশনার উভয়কে ১ বছর করে দায়িত্ব পালনের অনুরোধ করলে তা গৃহীত হয়।

এর আগে ৬-৭ জুলাই অনলাইনে ভোট গ্রহণ করা হয়। এতে ২৬৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে ৩০ জনকে কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করেন। এই ৩০ জন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

অনলাইন ভোটে পারভেজুর রহমান ১৮১, শফিকুল ইসলাম ১৫১ ও এস এম মাহফুজুর রহমান ১৮৮ ভোট পেয়েছিলেন।

নির্বাচন কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে হাফিজুল আমিন, নির্বাচন কমিশনার হিসেবে কামরুল ইসলাম ও রায়হান আহমেদ দায়িত্ব পালন করেন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।