১২শ’ কর্মীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ


প্রকাশিত: ০৯:০১ এএম, ২১ মে ২০১৭

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ স্বেচ্ছাসেবী সমাজকর্মী তৈরি এবং তাদের দক্ষতা উন্নয়নে প্রতিবারের ন্যায় ১২০০ সেচ্ছাসেবী সংগঠনের নির্বাহীদের প্রশিক্ষণ প্রদান করবে। আগ্রহীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণের বিষয়: সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন
কোর্স সংখ্যা: ৩৭টি
প্রশিক্ষণার্থী সংখ্যা: ১২০০ জন

প্রশিক্ষণের স্থান: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কার্যালয়, ১৩২ নিউ ইস্কাটন, ঢাকা।
প্রশিক্ষণকাল: প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার
আবাসন সুবিধা: আবাসিক/অনাবাসিক

ভাতা: নির্ধারিত হারে দৈনিক প্রশিক্ষণ ভাতা এবং যাতায়াত ভাতা

যোগাযোগ: প্রশিক্ষণ কর্মকর্তা, মোবাইল নম্বর- ০১৭১৭০৬৯৯৭৬।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস

যা প্রয়োজন
* সংগঠন বা প্রতিষ্ঠান নিবন্ধিত হতে হবে।
* সংগঠনটি সক্রিয় থাকতে হবে।
* সংগঠনের রেজিস্ট্রেশনের অনুলিপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
* সংগঠনের হালনাগাদ তালিকা এবং সভাপতি/সাধারণ সম্পাদকের সুপারিশ।

আবেদন জমার ঠিকানা: নিজ নিজ জেলার উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়।

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০১৭

সূত্র: যুগান্তর, ২০ মে ২০১৭

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।