জেনে নিন স্বপ্নময় ১০ পেশা

মাহবুবর রহমান সুমন
মাহবুবর রহমান সুমন মাহবুবর রহমান সুমন , ফিচার কন্ট্রিবিউটর
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৮ নভেম্বর ২০১৬

চাকরি হচ্ছে সোনার হরিণ। কিন্তু আমরা সোনার হরিণ জয় করেও হতাশায় ভুগি। সম্প্রতি বিং মাইক্রোসফটের গবেষণা অনুযায়ী, যুক্তরাজ্যে পাঁচজনের মধ্যে তিনজন তাদের কাজ পরিবর্তন করতে চান। কিন্তু অর্থ ও দক্ষতার অভাবসহ নানাবিধ কারণে তা সম্ভব হয়ে ওঠে না। অন্যদিকে পেশা হিসেবে কোন চাকরিগুলোর চাহিদা বেশি তা আমরা জানি না।

যুক্তরাজ্যের তিন হাজার কর্মজীবী মানুষের মধ্যে এক  জরিপ চালিয়ে দ্য টেলিগ্রাফ তৈরি করেছে স্বপ্নময় ১০টি পেশার তালিকা। আসুন জেনে নেই সেই তালিকায় আছে কোন পেশাগুলো-

সাংবাদিকতা
সাংবাদিকতা পেশায় সেলিব্রেটি হওয়ার রাস্তা অনেক সোজা। আবার চুল-দাড়ি পাকলেই বুদ্ধিজীবী বনে যেতে পারবেন অনায়াসেই।

পাইলট
সব বাচ্চাই কোনো না কোনো সময়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু শেষ অবধি পারে কজন? পেশা হিসেবে তাই পাইলট খুবই চাহিদাপূর্ণ। ডানা মেলে পাখির মত আকাশে বিমান উড়ানো স্বপ্নময় তো বটেই।

সেবামূলক সংগঠন
নিজের জন্য নয়, অন্যকে সেবা করার মাঝে আছে প্রকৃত সুখ। আর সেই সুখের জন্যই অনেক মানুষ পেশা হিসেবে বেছে নেন এই পেশা।

লেখক
একজন লেখক তার কলম দিয়ে একটি সমাজের অবস্থা বদলে দিতে পারেন। পারেন গড়ে তুলতে একটি আদর্শ সমাজ। তাই পেশা হিসেবে লেখকদের কদর কম নয়।

ফটোগ্রাফার
অনেকে ছবি তোলেন শখ করে। কিন্তু অনেকেই এই শখকে বানিয়ে ফেলেন পেশা। এছাড়া এই পেশায় আয়ও কম নয়।

সংগীতশিল্পী
সংগীত অনেক সাধনার ফসল। এই পেশায় খ্যাতির পাশাপাশি প্রচুর অর্থ আয় করা যায়। তাই সাধনাকে অনেকে বানিয়ে ফেলেন পেশা।

স্পোর্টস প্রশিক্ষক
স্পোর্টসে প্রচুর অভিজ্ঞতা অর্জন করে এ পেশায় যোগ দিতে হয়। পেশা হিসেবে এটা অনেকের কাছে প্যাশনের মতো।

রেসার
শখ করে অনেকে এটি খেলা হিসেবে গ্রহণ করে। তবে একটি আকর্ষণীয় পেশাও। এই পেশায় প্রচুর অর্থ আয় করার পাশাপাশি খ্যাতিও পাওয়া যায়।

অভিনয়
অনেকেরই স্বপ্ন থাকে এই পেশায় যোগ দেয়ার। তবে এই পেশায় সফলতা পাওয়া একটু সময়সাপেক্ষ। পেশা হিসেবে অভিনয় প্রচুর আকর্ষণীয়। কেননা এই পেশায় খ্যাতির পাশাপাশি প্রচুর অর্থ আয় করা যায়।

শিল্পী
যার মধ্যে শিল্প আছে সে-ই শিল্পী। একেক জনের একেক বিষয়ে দক্ষতা থাকে। আর এসব দক্ষতার প্রয়োগে এই পেশাকে একজন শিল্পী করে তোলেন স্বপ্নময়।

এসইউ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।