৬ দেশে প্রতিনিধি নিচ্ছে জাগো নিউজ


প্রকাশিত: ০৮:০০ এএম, ১৫ অক্টোবর ২০১৬

বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের বাংলা ভাষাভাষির কাছে জনপ্রিয় হয়ে উঠেছে জাগোনিউজ২৪.কম। প্রবাসীদের ব্যাপক সাড়া পেয়ে ৬টি দেশে প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জাগো নিউজ। যাতে দেশের খবর প্রবাসে, আর প্রবাসের খবর দেশে বসেই জানতে পারবেন পাঠক।

তাই প্রবাসে বাংলা ভাষাভাষি যারা রয়েছেন, তাদের জন্য সুযোগ এসেছে জাগো নিউজে কাজ করার। প্রবাসের খবর স্বজনকে জানাতে এবং দেশের খবর জানতে আগ্রহী হলে যুক্ত হতে পারেন জাগো নিউজের সঙ্গে।

প্রতিষ্ঠানের নাম: জাগোনিউজ২৪.কম
দেশের নাম: অস্ট্রেলিয়া, কুয়েত, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, দুবাই ও বাহরাইন

পদের নাম: প্রতিনিধি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: বিভিন্ন সংবাদপত্রে বাংলা ভাষায় লেখালেখির অভিজ্ঞতা থাকতে হবে

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নিজস্ব কাঠামো অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

আবেদনের ঠিকানা: আগ্রহীরা ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ই-মেইল করুন [email protected] ঠিকানায়। তবে ই-মেইলের সাবজেক্টে পদ ও দেশের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০১৬

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।