জেনে নিন দ্রুত প্রমোশনের উপায়


প্রকাশিত: ০৭:০৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

কর্মক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতি চায় সবাই। কিন্তু কেউ কেউ বছরের পর বছর চাকরি করেও প্রমোশনের মুখ দেখেন না। আবার অনেকে দ্রুত পদোন্নতি পেয়ে যান। কিন্তু কিভাবে সম্ভব? আসুন জেনে নেই প্রমোশনের ২০টি গুরুত্বপূর্ণ টিপস-

১. আপনার বসের কাজ সহজ করে দিন। বস যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ করুন। বসকে সাহায্য করুন।

২. নিজের কাজগুলো ডেডলাইনের আগেই শেষ করে রাখুন। সেইসঙ্গে সহকর্মীকে সহযোগিতা করুন। মনে রাখবেন, অপরকে সাহায্য করলে নিজের গুরুত্ব বাড়ে। যে কাজ জানে, লোক তার কাছেই যায়।

৩. পিয়ন, ড্রাইভার ও দারোয়ানদের সাথে বাজে ব্যবহার করবেন না। গালমন্দ করে কাজ আদায় হয় না। দিতে শিখুন। তাহলে সময়মতো পেয়েও যাবেন।

৪. আপনার কাজের ফলাফল যাতে সবার চোখে পড়ে- ওইভাবে করুন।

৫. নিজের কাজের ফলাফলগুলো পরিমাপযোগ্য ভাবে সবার সামনে তুলে ধরুন।

৬. অন্যরা কে কি কাজ করছে সেগুলো সম্পর্কে জানুন। নিজে কি জানেন, সেটা অন্যকে শেখান।

৭. কোম্পানির প্রোডাক্ট ও সার্ভিস বুঝুন। নিয়ম-কানুন সম্পর্কে জানুন। কোথাও কোনো উন্নতি করার সুযোগ আছে কিনা দেখুন। আইডিয়া দিন যাতে খরচ কমে, আয় বাড়ে।

৮. আপনি যে ডিপার্টমেন্টেই থাকুন না কেন, কোম্পানির বিক্রি বাড়ানোর আইডিয়া দিন। নতুন কাস্টমার তৈরিতে সহায়তা করুন।

৯. অন্যকে ইমপ্রেস করতে হলে নিজেকে এক্সপ্রেস করতে হয়। কাজেই নিজের প্রেজেন্টেশন স্কিল ভালো করুন।

১০. এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ফটোশপ ও এডিটিংয়ের কাজ শিখুন। এগুলো আপনাকে বসের অনেক কাছে নিয়ে যাবে।

১১. ট্রেনিং করুন, নিজে শিখুন, অন্যকে শিখান, আবার নিজে নতুন কিছু শিখুন। ক্যারিয়ারে উন্নতি ততোই হবে যতোই আপনি জানবেন, শিখবেন ও শেখাবেন।

১২. এক্সেপশনাল হোন। আপনি কি অরডিনারি নাকি এক্সট্রা অরডিনারি তা বোঝা যাবে আপনি কতটুকু এক্সট্রা কাজ করছেন তা থেকে।

১৩. অফিসে রাজনীতি করবেন না। বাজে শব্দ ব্যবহার করবেন না।

১৪. পরনিন্দা করবেন না। তাহলে উভয়ক্ষেত্রেই আস্থা হারাবেন। বরং সবাইকে সম্মান করবেন, কাজের প্রশংসা করবেন। কেউ ভুল করলে গোপনে শুধরে দিবেন। সবার সামনে ডেকে এনে অপমান করলে কেউ ভালোভাবে নিবে না।  

১৫. কোম্পানির নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। নিয়মবহির্ভূত কোনো কাজ করবেন না।  

১৬. কাউকে বাড়তি সুযোগ দেওয়া থেকে বিরত থাকুন। কোম্পানিতে স্বজনপ্রীতি করবেন না।

১৭. নিজের কাজ নিয়ে গর্বিত থাকবেন। যখন আপনি খুশিমনে কাজ করবেন, তখন আপনার কাছে আপনার কাজ আর বোঝা বলে মনে হবে না।

১৮. সততার সাথে কাজ করুন। সবার আস্থার প্রিয় মানুষ হিসেবে নিজেকে তুলে ধরুন।

১৯. অফিসে সময় মত যাবেন, দেরি করবেন না।

২০. কাজের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরুন, মানুষ এমনিতেই বুঝবে আপনার প্রমোশন দরকার এবং আপনিই এর যোগ্য দাবিদার।

লেখক: সিইও, কর্পোরেট আস্ক এবং ট্রেইনার ও প্রফেশনাল সিভি রাইটার। ইমেইল: [email protected]

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।