টাঙ্গাইলে ৬০ জনকে চাকরি দিলো আরএফএল গ্রুপ


প্রকাশিত: ০১:১৫ পিএম, ২০ আগস্ট ২০১৬

টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইলে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত স্টেপ প্রকল্পের এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক পরিচালিত সেইপ প্রকল্পের  ৬০ প্রশিক্ষণার্থীকে চাকরি দিয়েছে আরএফএল গ্রুপ।

শনিবার প্রশিক্ষণ কেন্দ্রে  জব ফেয়ার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার (এইচআরএম) জাবের আল রাহাদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান।

ভবিষ্যতে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন মর্মে জব ফেয়ার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার।

জেএইচ/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।