বেকারদের জন্য সহজ শর্তে মূলধন চাই


প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৮ জুলাই ২০১৬

শিক্ষিত মানুষের তুলনায় বাড়ছে না সরকারি-বেসরকারি চাকরির সুবিধা। তাই উদ্যোক্তা হওয়ার বিষয়টি বেশ জোরালোভাবে উচ্চারিত হয়। কিন্তু উদ্যোক্তা হতে গেলে মূলধন পূর্বশর্ত হিসেবে কাজ করে।

দেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা মূলধন সরবরাহ করে; কিন্তু সুযোগটি পর্যাপ্ত নয়, নিরাপদও নয়। এ ছাড়া উদ্যোক্তা হতে গেলে কিছু গুণাবলি থাকা আবশ্যক। নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের মূলধন থাকে না বা কম থাকে বলে তাদের ঝুঁকি গ্রহণের ক্ষমতাও কম। মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মূলধন বেশি থাকায় উদ্যোক্তাদের ঝুঁকি গ্রহণের সুযোগ বেশি। ফলে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে।

তাই সরকার বেকারদের সহজ শর্তে মূলধন সরবরাহ, পর্যাপ্ত প্রশিক্ষণ দিলে অনেক নতুন উদ্যোক্তা আসবে। এভাবে চাকরির ওপর চাপ কমিয়ে স্ব-উদ্যোগে সৃষ্ট কর্মসংস্থানের ওপর নির্ভরশীলতা বাড়ানো যাবে।

আশা করি, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি ভেবে দেখবেন।      

লেখক: শিক্ষার্থী, এমএসএস, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।