গণমাধ্যমে ক্যারিয়ার গড়তে প্রশিক্ষণ
বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমে কাজের সুযোগ বাড়ছে। অনেকেই এ পেশায় সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। আবার অনেকেই সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন। তাদের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার বুনিয়াদি কোর্স পরিচালনা করে আসছে বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট-বিএমটিআই।
কোর্সসমূহ: টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা, প্রিন্ট অ্যান্ড অনলাইন জার্নালিজম, শিশু সাংবাদিকতা ও রেডিও জকি (আরজে)।
শিক্ষাগত যোগ্যতা
উন্মুক্ত বিভাগ: এইচএসসি/স্নাতক/সমমান
শিশুদের জন্য: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি।
কোর্সের মেয়াদ: ২ মাস। কোর্স শেষে সনদপত্র দেয়া হবে।
ক্লাস: সপ্তাহে দুইদিন (শুক্রবার ও শনিবার)।
কোর্স ফি: ৭,৫০০ টাকা। এককালীন অথবা কিস্তিতে পরিশোধ করা যাবে।
প্রশিক্ষক: ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নবীন ও প্রবীণ সংবাদকর্মী।
যা প্রয়োজন: ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।
যোগাযোগ: বিএমটিআই, ৩৭৩ দিলু রোড, মগবাজার, ঢাকা-১২১৭। ফোন- ০২৯৩৪৯৩৭৩, ০১৮৭৫০১৮৫০৭, ০১৯৩৫২২৬০৯৮।
এসইউ/এবিএস