লক্ষ্যই সফলতার মূলনীতি
এসএসসি-এইচএসসি শেষ করে ভ্যাবাচ্যাকা খেতে হয় অনার্সে ভর্তি হওয়ার সময়। আর সেটা হচ্ছে বিষয় নির্বাচন। কোন বিষয় নিয়ে পড়লে ভালো চাকরি হবে, কোন বিষয় নিয়ে পড়লে ভালো চাকরি হবে না- এ ব্যাপারে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই ছাত্রজীবনেই সফলতার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হয়।
মন যেটা চায় সেটা করাই ভালো নাকি বাবা-মা যেটা বলে সেটা করা ভালো। কেউ কেউ বলেন, ছাত্ররা যেন তাদের সফল অগ্রজদের অনুসরণ করে। প্রতিনিয়ত সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে একের পর এক বিভাগ বাড়ছে। তাই ভর্তির সুযোগ পাওয়ার চেয়ে কোন বিষয়ে পড়লে ভালো করতে পারবে, সেটা নিয়ে চিন্তা করা উচিত।
কেননা প্রত্যেক মানুষের একটা লক্ষ্য থাকে যে, ‘বড় হয়ে আমি এটা-ওটা করবো’। সুতরাং তাকে সেই লক্ষ্য ধরে এগিয়ে যেতে হবে। লক্ষ্য পরিবর্তন করা যাবে না। লক্ষ্যে পৌঁছানোর জন্য যে বিষয় নিয়ে পড়লে ভালো হয়, সেই বিষয় নিয়ে পড়তে হবে।
আসলে সফলতা অর্জন করা অনেক কঠিন। তাই সফলতা অর্জনের জন্য প্রত্যেক ছাত্রকে তার লক্ষ্য অপরিবর্তিত রাখতে হবে।
এসইউ/আরআইপি