চাকরির জন্য ফেসবুক


প্রকাশিত: ১১:৫০ এএম, ২৭ জুন ২০১৬

পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে ফেসবুক। অল্পসময়ের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। সমীক্ষা অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.৫৯ বিলিয়ন। তবে আমরা অনেকে মনে করি যে, ফেসবুক শুধু সময় ব্যয় বা বিনোদনের জন্য ব্যবহার করা হয়। কিন্তু সেটা আসলে আমাদের ভুল ধারণা।

ফেসবুকে ক্যারিয়ার সংক্রান্ত অনেক বিষয় আছে। যদি আমরা তা খুঁজে নেই। তাহলে আসুন জেনে নেই চাকরি পেতে ফেসবুক আমাদের কী উপকার করতে পারে।

•    ফেসবুকে চাকরি বা ক্যারিয়ার সংক্রান্ত অনেক রকম পেজ বা গ্রুপ আছে। তাতে যুক্ত হয়ে নতুন নতুন চাকরির খোঁজ পেতে পারেন।
•    ফেসবুকের মাধ্যমে অন্যান্য ওয়েবসাইটে লগইন করতে হয়।
•    একটি পেশাদারী প্রোফাইল গড়ে তুলতে ফেসবুক ব্যবহার করতে পারেন।
•    ফেসবুকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা খুঁজে পাওয়া যায়, যা আপনার চাকরির পরীক্ষায় প্রয়োজন হতে পারে।  
•     ফেসবুক গ্রুপ বুলেটিন বোর্ড বেশি ভালো হয়।
•    দেশের সবধরনের প্রতিষ্ঠানের ফেসবুক পেজ আছে। তাই সহজে এসব প্রতিষ্ঠানের আপডেট জানা যায়।  
•    ফেসবুকের মাধ্যমে চাকরি সংক্রান্ত যেকোনো মতামত জানা যায়।
•    ফেসবুকের মাধ্যমে খুব সহজে টাকা উপার্জন করা যায়।
•    ফেসবুকে নিজের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে যেকোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়।
•    ফেসবুকে অজানা অনেক তথ্য পাওয়া যায়।

মানুষ মূলত নিজেকে উপস্থাপনের জন্য ফেসবুক ব্যবহার করে থাকে। সুতরাং আমরা বলতে পারি চাকরি পেতেও ফেসবুক সবার জন্য গুরুত্বপূর্ণ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।