সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে চাকরির সুযোগ


প্রকাশিত: ০৮:১১ এএম, ২৫ জুন ২০১৬

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোর বা আর্মি ডেন্টাল কোরে ‘ক্যাপ্টেন’ পদে যোগ দিতে পারেন। আগ্রহীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: ক্যাপ্টেন

শিক্ষাগত যোগ্যতা
মেডিকেল কোরের জন্য সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস/ইন্টার্নশিপ সম্পন্নকারী। ডেন্টাল কোরের জন্য বিডিএস/ইন্টার্নশিপ পাস।

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং স্ফীত ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং স্ফীত ৩০ ইঞ্চি।

বয়স: ০১ জানুয়ারি ২০১৭ তারিখে অনূর্ধ্ব-২৮ বছর। তবে ২৬ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন বিবাহিত পুরুষরাও।

শর্ত: মহিলাদের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য হলেও, শুধু অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১,০০০ টাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট www.joinbangladesharmy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ জুলাই ২০১৬

সূত্র: চাকরি ডটকম, ২৫ জুন ২০১৬

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।