বেকারদের দুর্ভোগ দিয়ে কী লাভ


প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৩ জুন ২০১৬

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশ অফিসার’ ও ‘সহকারী পরিচালক’ নিয়োগের এমসিকিউ পরীক্ষা যথাক্রমে ৮ ও ২২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়। যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা আলাদা দিনে দিতে হবে।

অর্থাৎ একটি পদের বিপরীতে একজন বেকারকে কমপক্ষে তিনবার ঢাকায় আসতে হচ্ছে। এভাবে যশোর থেকে একজনের ঢাকায় আসতে প্রতিবার তিন হাজার টাকার কম খরচ হয় না।

তীব্র প্রতিযোগিতার এই চাকরির বাজারে একজন বেকারকে কমপক্ষে ১০-১৫টি প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশগ্রহণ করলে যে দুর্ভোগ ও আর্থিক ক্ষতি হয়, তা অবর্ণনীয়।

এরপর সোনালী, জনতা ও কৃষি ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা আলাদা দিনে অনুষ্ঠিত হবে।

আমার প্রাণের দাবি, যারা একাধিক পদে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে এসব পরীক্ষা একই দিনে নেয়া হোক। বেকারদের এত দুর্ভোগ দিয়ে কার কী লাভ, সেটা আমাদের বোধগম্য নয়।

লেখক: চাকরিপ্রত্যাশী, যশোর।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।