পেনশন মঞ্জুরিতে অস্বাভাবিক বিলম্ব


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২২ জুন ২০১৬

সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও অবসরজনিত সুবিধাদি সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ২৭ জানুয়ারি ২০০৯ তারিখে একটি বিধিমালা জারি করে।

বিধিমালার নির্দেশনায় রয়েছে, চাকরি থেকে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার ১১ মাস আগে থেকে চাকরিসংক্রান্ত তথ্যাদি সংগ্রহের কাজ আরম্ভ করতে হবে এবং অবসর প্রস্তুতিমূলক ছুটি শেষ হওয়ার এক মাস আগে পেনশন মঞ্জুরিপত্র ও আনুতোষিক মঞ্জুরির চেক আনুষ্ঠানিকভাবে চাকরিজীবীর কাছে হস্তান্তর করতে হবে।

কোনো কারণে সমস্যা হলে সাময়িক পেনশন মঞ্জুরি করার পদ্ধতিও পেনশন বিধিতে উল্লেখ আছে। বাংলাদেশ ডাক বিভাগ তথা ডাক অধিদফতর পেনশন বিধিমালা উপেক্ষা করছে। অবসরে যাওয়া প্রায় প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর পেনশন মঞ্জুরিতে অস্বাভাবিক বিলম্ব করা হচ্ছে।

ডাক অধিদফতরের পেনশন বিধি উপেক্ষা করা ও অনৈতিক কাজের কারণে চাকরি থেকে অবসর গ্রহণ করে আমরা বিপদগ্রস্ত। ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

বিধি উপেক্ষা করে ডাক বিভাগের পেনশন মঞ্জুরিতে অস্বাভাবিক বিলম্বের মাধ্যমে হয়রানির অবসান চেয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ডাকবিভাগ, ঢাকা।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।