চাকরিতে আবেদন ফি ও কোটা


প্রকাশিত: ০৭:০৬ এএম, ২৮ মে ২০১৬

সরকার ব্যাংকের চাকরিতে আবেদনের ক্ষেত্রে ফি নেয়া বন্ধ করে দিয়েছে, সরকারকে ধন্যবাদ। কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে পরীক্ষার ফি নেয়া এখনো বহাল রয়েছে। এ বৈষম্য দূর করা জরুরি।

এমনিতেই দেশে বেকারদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। তাদের কাছ থেকে এভাবে টাকা নেয়া অনৈতিক। চাকরির আবেদনের সঙ্গে ব্যাংক ড্রাফট করতে করতে আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এটা এখনই বন্ধ করতে হবে।

সব ধরনের বৈষম্য বিলোপ করার লক্ষ্যেই মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযোদ্ধাদের আমরা সবাই শ্রদ্ধা করি। সরকার তাঁদের আরও সুযোগ-সুবিধা দিক, আমরা সেটাও চাই। কিন্তু তাঁদের সন্তানদের জন্য কেন চাকরিতে কোটা থাকবে, সেটা আমাদের বোধগম্য নয়। এতে কিন্তু অনেক মেধাবী ও যোগ্য মানুষেরা সরকারি চাকরিতে ঢোকার সুযোগ পাচ্ছে না।

এ অবস্থায় আমাদের মতো অনেক বেকার এক অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। আমাদের জীবনটা আরও সহনীয় করতে সরকার কি কিছু করতে পারে না?

লেখক: চাকরিপ্রত্যাশী, ঢাকা।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।