হাল্ট প্রাইজের ‘ক্রিয়েটিভ বিজনেস টক’ অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১২ নভেম্বর ২০২৩

হাল্ট প্রাইজ ফাউন্ডেশন আয়োজন করে ‘ক্রিয়েটিভ বিজনেস টক’ নামে অনলাইন সেমিনার। গত ১০ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা সেমিনারটির আয়োজন করে। প্রতি বছরের মতো বিভিন্ন সেশন ও সেমিনারের মাধ্যমে হাল্ট প্রাইজ তাদের কর্মসূচি শুরু করেছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিটি দোকানের ফাউন্ডার ও সিইও শামসুল ইসলাম শাওন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিজনেস আইডিয়া ও বিজনেস সেক্টর নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম যেমন প্রয়োজন ভোক্তাদের কাছে; তেমনই যাচাই-বাছাই করে জিনিস নেওয়ার ক্ষেত্রে অফলাইন দোকানও সমান গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: বিয়ের ছবি তুলে সফল রক্তিম সৈকত

তিনি সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে হাল্ট প্রাইজের ভূমিকা নিয়েও আলোচনা করেন। প্রোগ্রামটির মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা পেয়েছেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর মো. মোস্তাকিম। সঞ্চালনা করেন জাফরিন হোসেইন। হাল্ট প্রাইজের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

আরও পড়ুন: পড়াশোনা থেকে ছিটকে পড়া ছেলেটি এখন ‘ইলিয়াস স্যার’

আয়োজকরা জানান, হাল্ট প্রাইজ হলো বার্ষিক প্রতিযোগিতা; যেখানে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।