বিয়ের ছবি তুলে সফল রক্তিম সৈকত

বেনজির আবরার
বেনজির আবরার বেনজির আবরার , ফিচার লেখক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

ফটোগ্রাফির লাল-নীল দুনিয়ায় ভালো কাজ দিয়ে এগিয়ে চলার এ সময়ে ব্রাইডাল ফটোশুট একটি দারুণ সংযোজন। তাই বাংলাদেশে গত কয়েক বছরে বিয়েতে ফটোগ্রাফি বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে। এমনই একটি প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা রক্তিম সৈকত। তরুণ মানুষটি পরিচালনা করেন ৩২ জনের টিম। তাদের প্রতিষ্ঠান ‘ব্রাইডাল থিওরি’। গত কয়েক বছরে ৫ হাজারের বেশি বিয়ের ইভেন্ট কাভার করেছেন তারা।

মিরপুরে তাদের অফিসে যখন আলাপ করছিলাম; তখন রক্তিম সৈকত বলেন, ‘২০১৫ সালে যাত্রা শুরু করি আমরা। প্রথম থেকেই তরুণদের নিয়ে আমাদের টিম তৈরি করি। বর্তমানে সিনিয়র বেশ কয়েকজন ফটোগ্রাফারও আমাদের সঙ্গে কাজ করছেন।’

রক্তিম যুক্ত করেন, ‘একটা সময় বিয়ে মানে কিছু নিয়ম-কানুনের মধ্য দিয়ে কার্য সম্পাদন করা। এ নিয়মের মধ্যে বিয়ের দিন বর মুখে রুমাল গুঁজে বসে থাকতেন। কথা বলতেন প্রয়োজনে। তা-ও আবার রুমালটা একটু সরিয়ে। খুব আস্তে-ধীরে শুধু পাশের বন্ধু-বান্ধবদের সঙ্গে। জোরে কথা বলা ছিল শিষ্টাচার বহির্ভূত।’

আরও পড়ুন: প্রথম বিসিএসেই কৃষি ক্যাডার পেলেন লিখন

তিনি বলেন, ‘কনের অবস্থা ছিল আরও করুণ। বিয়ে শুরুর তিনদিন আগে থেকে কান্না শুরু করতে হতো। এ কান্নার শেষ কবে হতো, তা বলাটা ছিল সত্যিই মুশকিল। কন্যাকে কান্নার মাধ্যমে প্রমাণ করতে হতো যে, বিয়ের মতো লজ্জাজনক কাজটিতে সে মোটেও রাজি নয়। শুধু মুরুব্বিদের আদেশে করতে হচ্ছে।’

রক্তিম আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সবকিছুই। আমরা ব্রাইডাল থিওরির মাধ্যমে চেষ্টা করি প্রোগ্রামের সব ধরনের মজার মুহূর্ত ফ্রেমে আনার। এটি তখনই সম্ভব হয়; যখন আমাদের সেবাগ্রহীতারা আমাদের সঙ্গে মিশে যান।’

তাদের অফিস ঘুরে দেখা মিললো ব্যস্ত সব মানুষের। কেউ ফটো এডিট করছেন। কেউ গত রাতের ছবি ড্রাইভে নিচ্ছেন। কেউবা আবার গত রাতের মজার কোনো অভিজ্ঞতাকে মনে করে জোরে জোরে হেসে টিমকে জমিয়ে রাখছেন।

আরও পড়ুন: প্রস্তুতির পাশাপাশি নিয়মিত মডেল টেস্ট দিতে হবে: মুহিব

প্রতিষ্ঠানের সবাই মনে করেন, ব্যস্ত এ জীবনে ছবি স্মৃতির একটি বড় মাধ্যম। একজন যুক্ত করেন, ‘বিয়ের ফটোগ্রাফিতে আন্তর্জাতিক মহলে কাজের ইচ্ছা আছে প্রতিষ্ঠানটির। বর্তমানে দেশের সব কয়টি জেলায় ইভেন্ট কাভার করার সুযোগ হয়েছে আমাদের।’

ব্রাইডাল থিওরির সফল উদ্যোক্তা রক্তিম সৈকত তরুণ উদ্যোক্তাদের জন্য বলেন, ‘কোয়ালিটি কাজের দাম সব সময়ই থাকবে। তবে সব সময় লেগে থাকতে হবে। সফলতা আসবেই।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।