বাংলাদেশে হ্যাকার জার্মান কিচেনের যাত্রা শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

হ্যাকার কিচেন মূলত জার্মানির ১২৫ বছরের পুরোনো এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড। যারা আধুনিক রান্নাঘরের ধারণা নিয়ে কাজ করেন। রান্নাঘরের নির্মাণসামগ্রী প্রস্তুত করেন। বর্তমানে হ্যাকার জার্মান কিচেনের ৮০টির বেশি দেশে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশে যাত্রা শুরু করল হ্যাকার জার্মান কিচেন। প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও শ্রীলঙ্কার একমাত্র অংশীদার ফিনকো হোল্ডিংস ঢাকার বনানীতে ২৪ ফেব্রুয়ারি শোরুম উদ্বোধন করে। বিশ্বমানের রান্নাঘরের নকশা ও অভিনব পণ্যের সমাহার নিয়ে শোরুম কাম এক্সপেরিয়েন্স সেন্টারটি সাজানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিনকো হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক প্রিয়াঞ্জিত উইরাসুরিয়া, এশিয়া প্যাসিফিকের বোর্ড অ্যাসিস্ট্যান্ট উইলি ক্যাম এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: ইয়াসমিন মেহেরের স্বপ্ন ‘আলবাট্রস বিডি’

ফিনকো হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক প্রিয়াঞ্জিত উইরাসুরিয়া বলেন, ‘হ্যাকার একটি পারিবারিক মালিকানাধীন কোম্পানি। যাদের পথচলা শুরু হয়েছিল শুধু রান্নাঘর তৈরির কাজের জন্য। প্রতিষ্ঠানটি আধুনিক রান্নাঘরের ডিজাইন এবং উচ্চমানের রন্ধনশিল্পের পণ্যসামগ্রী তৈরি করে থাকে। তাদের বহু বছরের কারিগরি দক্ষতা নিশ্চিত করেছে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা, প্রতিষ্ঠিত করেছে একটি আধুনিক এবং আরামদায়ক জীবনধারার মান।’

হ্যাকার কিচেনের এশিয়া প্যাসিফিকের বোর্ড অ্যাসিস্ট্যান্ট উইলি ক্যাম বলেন, ‘আমরা হ্যাকার কিচেন জার্মানির বাংলাদেশে প্রবেশের ঘোষণা দিতে পেরে আনন্দিত। আমরা বাংলাদেশকে আমাদের ব্যবসায়িক স্থায়িত্বের কৌশলগত দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার হিসেবে বিবেচনা করি। তাই আমাদের পণ্যসমূহ ও সার্ভিস এ দেশের মতো একটি ক্রমবর্ধমান চাহিদাসম্পন্ন গতিশীল গন্তব্যে নিয়ে আসার জন্য ফিনকো হোল্ডিংসের সঙ্গে অংশীদারত্ব করতে পারার এ সুযোগে গর্বিত।’

আরও পড়ুন: চাকরির জন্য দক্ষতা উন্নয়ন বেশি জরুরি

তিনি বলেন, ‘আমরা আধুনিক এবং উচ্চ প্রযুক্তির রান্নাঘর তৈরির শিল্পের জনক এবং রান্নাঘর তৈরির বিশ্ববাজারে সেরা ব্র্যান্ড। এরই মধ্যে চল্লিশটিরও বেশি দেশে রপ্তানি করেছি। জার্মানিতে অবস্থিত আমাদের অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে আমাদের পণ্যগুলোয় খুব কম ‘ফর্মালডিহাইড’ ব্যবহার করা হয়। যা নিশ্চিত করে আপনার রান্নাঘরটি প্রিয়জনের জন্য একটি নিরাপদ জায়গা। আমরা গোল্ডেন এম আইকনিক অ্যাওয়ার্ড এবং রেড ডট অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছি। যা প্রমাণ করে এ শিল্পে আমাদের শ্রেষ্ঠত্ব।’

হ্যাকার কিচেন বাংলাদেশের শোরুম বনানীর কামাল আর্তাতুক এভিনিউয়ের ৪ নম্বর সড়কের নীহারিকা কনকর্ড টাওয়ারে অবস্থিত।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।