অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি এন্টারপ্রেনারসের সেমিনার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৯ জুন ২০২২

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি এন্টারপ্রেনারস প্রথমবারের মতো আয়োজন করলো একটি সেমিনারের। এই সেমিনারে তারা তাদের লোগোও উন্মোচন করেছে। সেই সাথে বাংলাদেশের প্রায় ১২ শতাধিক উদ্যোক্তাদের জন্য একটি ওয়ার্কশপও হয়েছে।

সেখানে বাংলাদেশের যারা সফল পাবলিক স্পিকার রয়েছেন এবং সফল উদ্যোক্তা, তারা এই নতুন উদ্যোক্তাদের জন্য বক্তব্য রেখেছেন। সেখানে তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন। যেন নতুনরা বিজনেস করে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে সহজে পিছিয়ে না যান। হতাশ না হন।

এই অ্যাসোসিয়েশন নতুন উদ্যোক্তাদের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে শুরু থেকেই। এমনটি জানালেন অ্যাসোসিয়েশনের সভাপতি রুবাইয়্যাত ফাতেমা।

সেমিনার ও ওয়ার্কশপে সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাদিয়া ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আসিফ ইকবাল, সেক্রেটারি মালা খন্দকার, জয়েন্ট সেক্রেটারি আহনাফ আকিফ এবং এমডি মইনুর রহমানসহ অনেকেই।

নতুন উদ্যোক্তাদের জন্য সেমিনারটি ছিল সম্পূর্ণ ফ্রি। এখানে মূল্যবান বক্তব্য রেখেছেন ইকবাল বাহার জাহিদ, ডন সামদানী, সাব্বির সরকারসহ অনেক সফল উদ্যোক্তা।

পুরো আয়োজনটির পৃষ্ঠপোষকতা করেছে গার্লস প্যারাডাইস, কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত, রাইতা এক্সক্লুসিভ, সেন্সর কুরিয়ার।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।