বাংলাদেশে জব পোর্টাল নিয়ে এলো ম’বিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৪ জুন ২০২২

বর্তমান প্রজন্মের যারা পড়াশোনা শেষ করেছেন, তাদের জন্য সামনে চাকরির বাজারে রয়েছে বড় চ্যালেঞ্জ। বৈশ্বিক মহামারির পর চাকরি পেতে তরুণদের বিশেষ দক্ষতা অর্জনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান কিংবা অন্যান্য তথ্য সম্পর্কে থাকতে হবে বিস্তারিত ধারণা।

এছাড়াও পছন্দের প্রতিষ্ঠানে চাকরি খোঁজা সময়সাপেক্ষ ব্যাপার। তবে ইন্টারনেটের কল্যাণে এ কাজ অনেকটা সহজ হয়ে এসেছে। অনলাইনভিত্তিক বিভিন্ন চাকরি খোঁজার ওয়েবসাইট ও পোর্টাল থেকে ঘরে বসেই চাকরির বিজ্ঞপ্তি জানা যায়। চাকরির জন্য আবেদন করা যায়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এসব ওয়েবসাইটের সংখ্যা নিতান্তই কম নয়। LinkedIn ও Facebook এর পাশাপাশি, বেশ কিছু চাকরি খোঁজার ওয়েবসাইট রয়েছে যেগুলো নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে খুবই জনপ্রিয়। তবে বিদ্যমান চাকরির সাইটগুলোর তুলনায়, MAWbiz.com.bd আদর্শগতভাবে ভিন্ন ও অনন্য; কেননা এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র নৈতিক (Ethical) জব পোর্টাল।

MAWbiz একটি চাকরিকে নৈতিক হিসেবে সংজ্ঞায়িত করে এবং ওয়েবসাইটে প্রকাশ করে যখন এটি (ক) কোনো শ্রম-অধিকার লংঘন করে না; (খ) শিল্প নির্ধারিত গড়-বেতন কাঠামোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম মজুরি দেয় না (গ) পরিবেশগত স্থায়িত্বে সংবেদনশীল; এবং (ঘ) সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপন্ন করে না।

এছাড়াও, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি, প্রো বোনো (স্বেচ্ছাসেবক কাজ) ও সামাজিক ব্যবসা এবং অলাভজনক খাতে চাকরির কথা এই জব সাইটটি বিশেষভাবে তুলে ধরে। MAWbiz এর গবেষণাপ্রসূত একটি বেতন নির্দেশিকা রয়েছে যেখানে একটি নির্দিষ্ট শিল্পে বিভিন্ন কোম্পানির তুলনামূলক পারিশ্রমিক চিত্র তুলে ধরা হয়েছে। এই নির্দেশিকার সহায়তায় চাকরি প্রার্থীরা খুব সহজেই বিজ্ঞাপিত কোনো চাকরির গড় বেতন সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পেয়ে থাকে।

MAWbiz-এর এই নৈতিক চাকরির পোর্টাল মূলত টেকসই ব্র্যান্ডিং, সামাজিক অগ্রগতি এবং কমিউনিটি অ্যাম্পাওয়ার্মেন্ট প্রচারে তাদের বৃহত্তর কৌশলগত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। MAWbiz এর মূল লক্ষ্য হচ্ছে ছোট-বড় সবধরনের ব্যবসাকে একটি ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে কমিউনিটি বিজনেস নেটওয়ার্কে সম্পৃক্ত করা।

এই সাইটটিতে ক্লায়েন্ট বা বিজনেস তাদের নিজের চাহিদা মতো MAWbiz এর বিভিন্ন ফিচার থেকে নিজেরা নিজের মতো করে কাস্টোমাইজ প্রোফাইল তৈরি এবং প্রমোশন করতে পারে অতি সহজে। এছাড়াও ই-লার্নিং, বিজ হাব ও কমিউনিটি এনগেজমেন্টের মতো বিশেষ কিছু প্লাটফর্মে বিভিন্ন বিষয়ে নতুন দক্ষতা শেখার সুবিধা রয়েছে।

কয়েকজন প্রগতিশীল তরুণ উদ্যোক্তার হাত ধরে প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল। MAWbiz সম্প্রতি ২০২১ সালের গ্লোবাল গ্রিন বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছে, যা যুক্তরাজ্য ভিত্তিক B2B প্রকাশনা সংস্থা অ্যাকুইজিশন ইন্টারন্যাশনাল দ্বারা প্রস্তাবিত হয়েছে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, ড. এম.আর. ম্যাক্সিম উল্লেখ করেন, সমাজ ও পরিবেশগত উন্নয়নে অবদান রেখে ও মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চায় MAWbiz।

এইচএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।