৪০তম বিসিএস: দ্বিতীয় পর্যায়ের ভাইভা ৪ নভেম্বর থেকে
৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা ৪ নভেম্বর শুরু হয়ে চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর আগে ৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ১৯ সেপ্টেম্বর, চলে ১১ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার দ্বিতীয় পর্যায় (সাধারণ এবং কারিগরি/পেশাগত) শুরু হবে আগামী ৪ নভেম্বর। চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি। এই সময়ে সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের ৫ হাজার ৯৭৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবে।
এর আগে শুধুমাত্র সাধারণ ক্যাডারের ২ হাজার ৪৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।
এমএইচএম/এমএইচআর/জেআইএম