বিদেশে কর্মীদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে সেমিনার
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বাড়াতে দিনব্যাপী প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সেমিনারে সহযোগিতা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বায়রার সভাপতি বেনজীর আহমদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
আলোচ্য বিষয়ের উপরে যুগ্ম সচিব নাসরীন জাহান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিবৃন্দ। প্রশ্নোত্তর পর্বে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দক্ষতা ছাড়া বিদেশ যাওয়ার ক্ষতিকর দিক ও প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এসইউ/জেআইএম