সিকেএইচ ও ওয়াধানির চুক্তিতে সুবিধা পাবে লাখো তরুণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৭ নভেম্বর ২০১৯

কোচ কামরুল নেটওয়ার্ক (সিকেএইচ) ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওয়াধানি ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশানে শনিবার সকালে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াধানি ফাউন্ডেশন তাদের বিগত এক যুগেরও বেশি সময় ধরে তৈরি করা বিশ্বমানের সফট স্কিল কোর্স পৌঁছে দেবে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে।

চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন সিকেএইচ নেটওয়ার্কের পক্ষে প্রধান নির্বাহী কোচ কামরুল হাসান, ওয়াধানি ফাউন্ডেশনের পক্ষে হেড অব স্কিলিং ইনিসিয়েটিভ সুনীল দাহিয়া ও বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার এস্তানুল কবির।

সিকেএইচ নেটওয়ার্ক নেক্সট জেন লিডারস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে কোর্সটি। আগামী ২০২১ সালের মধ্যে দেশের লাখো শিক্ষার্থী এ কোর্স ও ক্যারিয়ার ভিত্তিক গাইডেন্সের মাধ্যমে বিশ্বসেরা হয়ে গড়ে উঠবে।

কামরুল হাসান বলেন, ‘দেশের লাখো তরুণকে সম্পূর্ণ বিনা মূল্যে কোর্সটি অনলাইনে দিতে পারবো। আমরা এর মান অক্ষুণ্ন রাখবো। যাতে জব মার্কেটের জন্য দেশের তরুণদের সঠিকভাবে গাইড করা যায়।’

সুনীল দাহিয়া বলেন, ‘এ চুক্তিতে আবদ্ধ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমরা আশাবাদী, আমাদের সফট স্কিল কোর্সের মাধ্যমে বাংলাদেশের তরুণরা বিশ্ব বাজারে দক্ষ হিসেবে তুলে ধরতে পারবেন।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।