জাগো জবসে পাওয়া যাবে আরএফএলের সব চাকরি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০১ আগস্ট ২০১৯

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপের সব ধরনের চাকরির আবেদন করা যাবে জবস পোর্টাল জাগো জবস ডটকমের মাধ্যমে। এ উপলক্ষে বৃহস্পতিবার জাগো জবস কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

আরএফএল গ্রুপের পক্ষে হেড অব এইচআর শান্তনু রায় এবং জাগো জবসের পক্ষে সহকারী ব্যবস্থাপক আরিফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরএফএল গ্রুপের পক্ষে শান্তনু রায় বলেন, ‘জাগো জবসের সঙ্গে আরএফএল গ্রুপ চুক্তিবদ্ধ হয়ে নিঃসেন্দহে আনন্দিত। আধুনিক যুগের রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী জাগো জবস অন্যতম। তাই জাগো জবসের কাছে আমাদের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা অনুযায়ী আমরা চুক্তি করলাম।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব ধরনের প্রয়োজন জাগো জবস পূরণ করছে। আমরা চাই, জাগো জবসের মাধ্যমেই যেন আমরা জনবল নিয়োগ দিতে পারি। তাহলে আর অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে যেতে হবে না। জাগো জবসকে অনেক ধন্যবাদ। আমাদের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে।’

জাগো জবসের প্রধান নির্বাহী মহিউদ্দিন সরকার বলেন, ‘জাগো জবসের মাধ্যমে এখন যে কোনো ধরনের চাকরির আবেদন করা যাচ্ছে। তাই সিভি প্রিন্ট করে ডাকযোগে আবেদনের দিন শেষ। এবার আরএফএল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে জাগো জবস আরও সমৃদ্ধ হলো। এতে চাকরিপ্রার্থীদের নতুন নতুন কাজের সন্ধান দিতে পারবে।’

এসময় উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের জিএম অ্যান্ড গ্রুপ চিফ অডিট মো. আল-আমিন, আরএফএল গ্রুপের ম্যানেজার (এইচআরএম) মো. সালাহ উদ্দিন, মামুন হোসাইন, ডেপুটি ম্যানেজার (এইচআরএম) এ এস এম সায়েম, সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরএম) মো. মামুদুল হাসান ফরহাদ প্রমুখ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।