বাংলাদেশে ওয়ার্কসফেয়ারের যাত্রা শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৭ জুলাই ২০১৯

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ার্কসফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড। এ উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকায় প্রতিষ্ঠানটির শাখা অফিস উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার (মোহাম্মদপুর পেট্রোল জোন) জ্যোতির্ময় সাহা অপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা বিজ্ঞানী ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন র্যাপিড পিআরের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম শেখর, প্রিয় স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, দৈনিক মতপ্রকাশের সম্পাদক রাকিবুল বাসার রাকিব, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেহেদী হাসান, ম্যানেজিং ডিরেক্টর রাশিদুল ইসলাম জুয়েল, এইচআর ম্যানেজার আতিকুর রহমান, আইটি ম্যানেজার মমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিগণ ওয়ার্কসফেয়ারের সাফল্য কামনা করেন। এছাড়া প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সেবা দানের পদ্ধতির প্রশংসা করেন।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।