মানবসম্পদ কর্মকর্তাদের নিয়ে কোর্স

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

ক্যারিয়ার্সহাব বাংলাদেশ প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পারদর্শিতা ভিত্তিক সনদ ‘সিএইচআরএমপি কোর্স’। গত ২৮ মে বিকেল ৫টায় বনানীর একটি হোটেলে কোর্সের কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন ক্যারিয়ার্সহাব বাংলাদেশের প্রধান ও লাইফ কোচ হেমী হোসাইন।

বক্তব্য রাখেন এইচআরদের শীর্ষ সংগঠন বিএসএইচআরএমের জেনারেল সেক্রেটারি মো. নজরুল ইসলাম, বোল্ড প্রেসিডেন্ট কাজী এম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে দেশের মানবসম্পদ এবং অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিএইচআরএমপি কোর্সটি নিয়ে সবাই আশাবাদ ব্যক্ত করেন। নিয়মিত এতে ভর্তি হতে এইচআরে কর্মরত কিংবা কাজ করতে আগ্রহীদের অনুরোধ করেন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।